বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায় নিয়ে উদ্যোগ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার চতুর্থ পর্যায়ের কাজে এবার উদ্যোগ বাড়াল কেন্দ্র। দেশের কোন রাজ্যের কোন অংশে সড়ক যোজনার এই চতুর্থ পর্যায় প্রয়োজন, তার নির্দিষ্ট তালিকা আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন তিনি। সেই মতো আধিকারিকরা পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যের সঙ্গে আলোচনা করে তালিকা তৈরি করবেন। জানা গিয়েছে,  গ্রামীণ এলাকার সড়ক ব্যবস্থা মসৃণ করতে গোটা দেশে ৮ লক্ষ ২৫ হাজার ৮৮৩ কিলোমিটার রাস্তা তৈরির লক্ষ্য সরকারের। দেশে এখন চলছে প্রকল্পের তৃতীয় পর্যায়। যার ৬৮.২০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়েছে। তারই মধ্যে চতুর্থ পর্যায় নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। এই পর্বে ২৫ হাজার গ্রামকে যুক্ত করা হবে প্রধান রাস্তার সঙ্গে। 
প্রত্যন্ত অঞ্চলে সমতলে ৫০০ এবং পাহাড়ি এলাকায় ২৫০ জনের বেশি বাসিন্দা থাকলে প্রকল্প কার্যকর করা হবে। মাওবাদী অধ্যুষিত এলাকার ১০০ জনবসতি হলেও সেখানে হবে প্রকল্পের চতুর্থ পর্যায়ের কাজ। কিন্তু সেই অঞ্চল কি চিহ্নিত হয়েছে? রাজ্য কি রিপোর্ট পাঠিয়েছে? তা জানতে আধিকারিকদের বৈঠক ডেকেছিলেন শিবরাজ। সেখানেই ঠিক হয়েছে, উদ্যোগে গতি বাড়াতে হবে। আসন্ন বাজেটে এ ব্যাপারে বরাদ্দের ঘোষণাও হতে পারে। 
4h 4m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা