বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

হার্দিকের সঙ্গে সমস্যা নেই: সূর্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বকাপ জিতে রোহিত শর্মা অবসর নেওয়ার পর অনেকেই ভেবেছিলেন, ভারতের টি-২০ দলের পরবর্তী অধিনায়ক হবেন হার্দিক পান্ডিয়া। কিন্তু তা হয়নি। নির্বাচকরা বেছে নিয়েছিলেন সূর্যকুমার যাদবকে। তাঁর নেতৃত্বে বিশের ফরম্যাটে দুরন্ত গতিতে ছুটছে টিম ইন্ডিয়া। পর পর তিনটি সিরিজ জয় আত্মবিশ্বাস বাড়িয়েছে ক্যাপ্টেনের। পায়ের তলার জমিও শক্ত করেছে। কিন্তু ইংল্যান্ড সিরিজের আগে আচমকা ডেপুটি পদ থেকে হার্দিক পান্ডিয়ার অপসারণ ও অক্ষর প্যাটেলের নিযুক্তি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এর মধ্যে নানা সমীকরণ খোঁজার চেষ্টায় ক্রিকেট মহল। কেউ কেউ বলছেন, নেপথ্যে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স লবি। হার্দিককে সরিয়ে অক্ষরকে ভাইস-ক্যাপ্টেন করা নাকি মূলত সূর্যরই চাল। তবে এসব যে শুধুই জল্পনা, তা স্পষ্ট করে দিলেন টিম ইন্ডিয়ার টি-২০ নেতা। 
ইডেনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সূর্য বললেন, ‘হার্দিকের সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো। ওর নামের পাশে ভাইস-ক্যাপ্টেন ট্যাগ নেই তো কী হয়েছে, দলে ওর গুরুত্ব একটুও কমেনি। আমরা এক সঙ্গে বহুদিন ধরে খেলছি মুম্বই ইন্ডিয়ান্সে। আইপিএলে যখন ওর নেতৃত্বে খেলি, তখন অনেক চাপমুক্ত থাকি। জাতীয় দলে দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে। সেটা সঠিকভাবে পালনের চেষ্টা করছি। আমাদের লক্ষ্য একটাই, দলকে সাফল্যের শিখরে পৌঁছে দেওয়া। অক্ষরও বহুদিন ধরে খেলছে। ওর অভিজ্ঞতা কাজে লাগবে। আসলে অধিনায়ক, সহ-অধিনায়ক বড় ব্যাপার নয়, আমরা সবাই একটা লিডারশিপ গ্রুপের অংশ বিশেষ। হার্দিকও তার মধ্যে রয়েছে। মাঠে নেমে ভাবি না, কে ক্যাপ্টেন। প্রয়োজন বুঝে সবাই দলকে নেতৃত্ব দিতে এগিয়ে আসে। এটাই আমাদের সাফল্যের ইউএসপি।’
ইডেনের সঙ্গে সূর্যকুমারের দীর্ঘদিনের সম্পর্ক। কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে এই মাঠে তাঁর আইপিএল যাত্রা শুরু। সূর্য বলছিলেন, ‘এই মাঠ আমার কাছে খুবই স্পেশ্যাল। ইডেনে ফিরে দারুণ লাগছে।’ টেস্টে ভারতীয় দলের বিপর্যয় যে তাঁদের টি-২০ সিরিজ অভিযানের পথে বড় কাঁটা সেটা ভালোই জানেন সূর্যকুমার। তাই বিতর্কিত প্রশ্ন সন্তর্পণে এড়িয়ে গেলেন। কোচ গম্ভীরের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। বললেন, ‘গম্ভীরের নেতৃত্বে আমি কেকেআরের খেলেছি। ক্রিকেট নিয়ে ওর চিন্তাভাবনা খুবই ইতিবাচক। কোচ হিসেবেও আমাদের পর্যাপ্ত স্বাধীনতা দেয়। আমরা সমস্যা খুব সহজেই তুলে ধরতে পারি। ড্রেসিং-রুমের পরিবেশ সেই কারণেই সব সময় ফুরফুরে থাকে।’
6h 6m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা