বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

‘কর সন্ত্রাসের শিকার মধ্যবিত্তে’র জন্য ৭ দফা দাবি কেজরিওয়ালের

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকার বরাবর মধ্যবিত্তদের অবহেলা করে গিয়েছে। দেশের এই শ্রেণি সবচেয়ে বেশি কর সন্ত্রাসের শিকার। বুধবার এমনটাই জানিয়েছেন আপ সুপ্রিমো তথা দিল্লির প্রাক্তন মু্খ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রাজধানীতে বিধানসভা ভোটের মুখে মধ্যবিত্ত শ্রেণির জন্য সাতদফা ইস্তাহার প্রকাশ করেছেন তিনি। সেখানে স্থান পেয়েছে শিক্ষা, স্বাস্থ্যে বরাদ্দ বৃদ্ধি থেকে শুরু করে কর ছাড়ের ঊর্ধ্বসীমা বৃদ্ধির দাবিও। 
 বুধবার একটি ভিডিও বার্তায় কেজরি জানান, ভারতীয় অর্থনীতির প্রকৃত সুপার পাওয়ার মধ্যবিত্তরাই। কিন্তু, তাঁরা অবহেলার শিকার। কর আদায়ের জন্য তাঁদের নিংড়ে নেওয়া হয়েছে। এদিন সাতদফা দাবির প্রথমেই শিক্ষাক্ষেত্রে কেন্দ্রীয় বাজেট ২ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়েছেন তিনি। সেইসঙ্গে বেসরকারি স্কুলগুলিতে ফি-য়ের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়ার ব্যাপারেও সরব হয়েছেন কেজরি। স্বাস্থ্যক্ষেত্রেও জিডিপির ১০ শতাংশ খরচের কথা উল্লেখ করেছেন আপ সুপ্রিমো। তাঁর দাবি, আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা ৭ লক্ষ থেকে বাড়িয়ে ১০ লক্ষ করা হোক। এমনকী জিএসটির নিয়মেও সংস্কারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি, ট্রেনে প্রবীণ নাগরিকদের টিকিটে ৫০ শতাংশে ছাড়ের সুবিধা ফেরানোরও দাবি তুলেছেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। 
এদিকে, এদিনই দিল্লির আপ সরকারের বিরুদ্ধে স্বাস্থ্যক্ষেত্রে ৩৮২ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে কংগ্রেস। এদিন সাংবাদিক বৈঠকে হাত শিবিরের প্রবীণ নেতা অজয় মাকেন জানান, ক্যাগ রিপোর্টকে হাতিয়ার করে বারবার পূর্বতন কংগ্রেস সরকারের বিরুদ্ধে সরব হয়েছে আম আদমি পার্টি (আপ)। কিন্তু এখন সেই ক্যাগেরই ১৪টি রিপোর্টে আপ সরকারের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। 
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা