বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ভোপালে পাতৌদি পরিবারের ১৫ হাজার  কোটির সম্পত্তির দখল নিতে পারে কেন্দ্র

ভোপাল: সময়টা মোটেও ভালো যাচ্ছে না সইফ আলি খানের। ভোপালে তাঁর পরিবারের ১৫ হাজার কোটি টাকার সম্পত্তি দখলের পথ খুলে গেল সরকারের সামনে। ওই সম্পত্তি অধিগ্রহণের উপরে স্থগিতাদেশ তুলে নিয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্ট।
ভোপালের ফ্ল্যাগ স্টাফ হাউস। সেখানে শৈশব কেটেছে অভিনেতার। সেই সম্পত্তির মালিকানা পাতৌদি পরিবারের হাতছাড়া হওয়ার উপক্রম হয়েছে। এছাড়াও শহরের নুর উস সাবা প্যালেস, দার-উস-সালাম, হাবিবি বাংলো, আমেদাবাদ প্যালেস এবং কোহেফিজার সম্পত্তি কেন্দ্রের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। ১৯৬৮ সালের শত্রু সম্পত্তি আইনের অধীনে সরকার ওই সম্পত্তি অধিগ্রহণ করতে পারে। আইন বলা হয়েছে, দেশভাগের পর যাঁরা পাকিস্তানে চলে গিয়েছেন তাঁদের সম্পত্তি অধিগ্রহণ করতে পারে সরকার। 
২০১৫ সালে পাতৌদি পরিবারের বিপুল সম্পত্তি অধিগ্রহণের উপর স্থগিতাদেশ দিয়েছিল মধ্যপ্রদেশ হাইকোর্ট। গত ডিসেম্বরে বিচারপতি বিবেক আগরওয়ালের বেঞ্চ সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে। বিচারপতি তাঁর রায়ে জানান, ২০১৭ সালে শত্রু সম্পত্তি আইনে কিছু সংশোধনী আনা হয়েছে। পতৌদি পরিবার চাইলে ৩০ দিনের মধ্যে অধিগ্রহণের বিরুদ্ধে আদালতে আবেদন জানাতে পারে। তখন সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয়টি আদালত পর্যালোচনা করে দেখবে। তবে পতৌদি এব্যাপারে আবেদন করেছে কি না, তা অবশ্য জানা যায়নি।
ইতিহাস বলছে, ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান। তাঁর তিন কন্যা ছিল। বড় মেয়ে আবিদা সুলতান ১৯৫০ সালে পাকিস্তান চলে যান। দ্বিতীয় কন্যা সাজিদা সুলতান ভারতেই থেকে যান এবং নবাব ইফতিখার আলি খান পতৌদিকে বিয়ে করেন। সাজিদার নাতি হলেন সইফ আলি খান। সেই সূত্রে তিনিও সম্পত্তির অংশীদার। এদিকে আবিদা সুলতান পাকিস্তান চলে যাওয়ার ফলে সমস্যা তৈরি হয়। তাঁর সম্পত্তিই ‘শত্রু সম্পত্তি’ হিসেবে বলে দাবি করে সরকার। কিন্তু ২০১৯ সালে সাজিদা সুলতানকে বৈধ উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দেয় আদালত। কিন্তু হাইকোর্ট সম্পত্তি অধিগ্রহণের উপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ায় নতুন করে সমস্যা দেখা দিয়েছে। এই বিষয়ে ভোপালের জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিং বলেন, ‘ওই সম্পত্তির মালিকানা খতিয়ে দেখা হবে।’
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা