বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ট্রাম্পের হুমকি এড়াতে শুল্ক হ্রাস, বাড়তি আমদানির ভাবনা দিল্লির

ওয়াশিংটন ও নয়াদিল্লি: বাণিজ্য ক্ষেত্রেও ‘আমেরিকা ফার্স্ট’ নীতি। দ্বিতীয় ইনিংসের শুরুতেই আমদানি শুল্ক বৃদ্ধির হুমকি ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে। ভারত ও চীন সহ ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলিকেও কড়াবার্তা দিয়েছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের হুমকি এড়াতে শুল্ক হ্রাস ও বাড়তি আমদানির মতো পদক্ষেপের চিন্তাভাবনা দিল্লি করছে বলে জানা গিয়েছে। এই আবহেই নব নিযুক্ত মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও তাঁর প্রথম বৈঠকটি করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। বৈঠকে রুবিও জানিয়েছেন, ট্রাম্পের নেতৃত্বে আমেরিকার নতুন সরকার ভারতের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চায়। একইসঙ্গে অনুপ্রবেশ সংক্রান্ত উদ্বেগ নিরসনেও আগ্রাহী তাঁরা। কোয়াড গোষ্ঠীভূক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকের পরপরই রুবিও ও জয়শঙ্করের মধ্যে কথা হয়।
এরইমধ্যে নাগরিকত্ব নিয়ে ট্রাম্প সরকারের কড়া অবস্থানও চিন্তা বাড়িয়েছে। কোনও অভিবাসী দম্পতির সন্তানের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবে না-ট্রাম্পের এই ঘোষণার পর চাকরিসূত্রে আমেরিকায় বসবাসকারী ভারতীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। ১৯ ফেব্রুয়ারি থেকে ট্রাম্পের সই করা এগজিকিউটিভ অর্ডার কার্যকর হতে চলেছে। নতুন নির্দেশ কার্যকর হলে, ২১ বছর বয়স হলেই অভিবাসীদের সন্তানদের আমেরিকা ছাড়তে হবে বা তাদেরও ভিসায় বসবাস করতে হবে।  কারণ, নতুন নিয়মে নাগরিকত্ব পেতে হলে দম্পতির একজনকে মার্কিন নাগরিক বা গ্রিন কার্ডধারী হতে হবে।  এখন বেশিরভাগ ভারতীয় আমেরিকায় এইচ-১বি কিংবা এল১ ওয়ার্ক ভিসায় কাজ করেন। গ্রিন কার্ডের জন্য কয়েক লক্ষ ভারতীয় আবেদন করলেও সেই প্রক্রিয়া অত্যন্ত ধীর। এতদিন ভারতীয় দম্পতির সন্তান ২১ বছর বয়স হলেই মার্কিন নাগরিকের সন্তান হিসেবে বাবা-মা গ্রিন কার্ডের অধিকারী হতে পারতেন। সেই ব্যবস্থা তুলে দেওয়া হচ্ছে। 
এদিকে, ট্রাম্প যদি তাঁর হুঁশিয়ারি মতো সত্যিই বাড়তি শুল্ক চাপান, তাহলে আমেরিকায় ভারতীয় পণ্যের রপ্তানি বড় ধাক্কা খাবে। পরিস্থিতি যাতে সেদিকে না গড়ায়, তা নিশ্চিত করতে মূলত তিনটি পদক্ষেপ বিবেচনা করছে দিল্লি। সূত্রের খবর, ট্রাম্প প্রশাসনের কঠোর মনোভাব এড়াতে সীমিত পরিসরে হলেও ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্বাক্ষর, শুল্ক হ্রাস ও আরও বেশি পণ্য আমদানির কথা ভাবা হচ্ছে। এর ফলে জোড়া সুবিধা হতে পারে ভারতের। প্রথমত, ট্রাম্প প্রশাসনের সঙ্গে সংঘাতের আশঙ্কা কমবে। দ্বিতীয়ত, চীনের সঙ্গে আমেরিকার যদি বাণিজ্যযুদ্ধ শুরু হয়, তা থেকে ভারতের লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে। এরফলে ভারতের তৈরি বৈদ্যুতিন, হাই-টেক মেশিন, টেক্সটাইল, জুতো ও  রাসায়নিক পণ্যগুলির বাজার চাঙ্গা হতে পারে।
5h 5m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা