বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

পশ্চিমী ঝঞ্ঝার খেলা, জানুয়ারি  শেষেও জারি শীতের ওঠা-নামা 

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জানুয়ারির শেষে শীতের ওঠা-নামা অব্যাহত। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা একলাফে অনেকটা বেড়ে গেলেও শীতের আমেজ কয়েকদিনের মধ্যে আবার ফিরে আসছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। চলতি সপ্তাহের একেবারে শেষ থেকে  আগামী সপ্তাহের শুরুতে কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় কিছুটা কনকনে শীত পড়তে পারে। আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ২৬ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত শীতের আমেজ থাকবে বলে তাঁরা আশা করছেন। ওই সময় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের নীচে চলে আসতে পারে। বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি। এটা স্বাভাবিকের চেয়ে ২.১ ডিগ্রি বেশি। আগামী কয়েকদিন কলকাতায় তাপমাত্রা আরও বাড়তে পারে বলে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এই সপ্তাহে ছুঁতে পারে ১৮ ডিগ্রি। তারপর তাপমাত্রা কমতে শুরু করবে। আবহাওয়া অফিসের রেকর্ড বলছে, সাম্প্রতিক অতীতে জানুয়ারি মাসের একেবারে শেষে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রি সেলসিয়াস হওয়ার নজির আছে। জানুয়ারির মাসের শীতলতম দিন মাসের শেষের দিকে হয়েছে এমনও ঘটেছে একাধিকবার। আবহাওয়াবিদরা বলছেন, ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে কলকাতা ও সংলগ্ন এলাকায় জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা থাকে। সাধারণত ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে এই এলাকায় শীতের বিদায় শুরু হয়।  সর্বনিম্ন তাপমাত্রা কলকাতায় তখন পাকাপাকিভাবে ২০ ডিগ্রির আশপাশে চলে আসে। 
পশ্চিম হিমালয় ও সংলগ্ন উত্তর ভারতের সমতল এলাকায় একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা হানা দেওয়ায় দক্ষিণবঙ্গে শীতের তীব্রতা কমেছে। কারণ উত্তুরে হাওয়া দুর্বল হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে বেশি পরিমাণে জলীয় বাষ্প টেনে আনে। তার জন্য শীত আরও কমজোরি হয়ে যায়। এখন সেটাই হচ্ছে। উত্তর ভারতের উপর দুটি পশ্চিমী ঝঞ্ঝা আছে।  এর প্রভাবে উত্তর ভারত জুড়ে বৃষ্টি হচ্ছে। বৃহস্পতিবারের পর আবহাওয়ার পরিবর্তন হবে। উত্তর ভারতের কিছু এলাকায় ওইসময়ে শৈত্যপ্রবাহ শুরু হওয়ার পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। উত্তর ভারত থেকে ফের ঠান্ডা উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে এলেই তাপমাত্রা কমতে শুরু করবে। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা