বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

আদালতের নির্দেশ, কাকদ্বীপে ভেঙে দেওয়া হল ২৮ দোকান

সংবাদদাতা, কাকদ্বীপ: বুধবার হাইকোর্টের নির্দেশে কাকদ্বীপের অক্ষয়নগর নতুন রাস্তা সংলগ্ন এলাকার প্রায় ২৮টি দোকান ভাঙা হল। পিচ রাস্তার পাশে ফুটপাত জুড়ে চা, সেলুন, স্টেশনারি সহ বিভিন্ন পণ্যের দোকানগুলি ছিল। ওই দোকানগুলির পিছনের জমির মালিক এই বিষয়ে ২০১৪ সালে হাইকোর্টে একটি মামলা করেছিলেন। সেই মামলাতে দোকানগুলি অবৈধভাবে গড়ে উঠেছে বলে উল্লেখ করা হয়। আদালত ওই দোকানগুলিকে ভেঙে দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু ওই দোকানগুলির মালিকরা সেগুলি না ভাঙায় শেষে প্রশাসনের উদ্যোগেই সেগুলি ভাঙার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অনুযায়ী পুলিস প্রশাসনের উপস্থিতিতে এদিন দোকানগুলি ভাঙা শুরু হয়। 
এদিন দোকান ভাঙাকে কেন্দ্র করে বারে বারে ওই এলাকায় উত্তেজনা দেখা দেয়। প্রথমে জেসিবি দিয়ে গোটা সাতেক দোকান ভাঙা হয়। এরপরই তীব্র উত্তেজনা দেখা দেয়। এলাকার বাসিন্দারা পুলিস প্রশাসনকে দোকানগুলি এখনই না ভেঙে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ জানান। তখন শোনা যায় যে, দোকান ভাঙার বিরুদ্ধে হাইকোর্ট থেকে নাকি স্থগিতাদেশ জারি হয়েছে। পুলিস প্রশাসনের পক্ষ থেকে আদালতের ‘স্টে অর্ডার’ দেখানোর জন্য ওই ব্যবসায়ীদের আধ ঘণ্টা সময় দেওয়া হয়। কিন্তু তার মধ্যে সেই নির্দেশিকা দেখাতে পারেননি ব্যবসায়ীরা। তখন ফের দোকান ঘর ভাঙার কাজ শুরু হয়। এবার তিনটি জেসিবিকে কাজে লাগিয়ে দোকানঘরগুলি ভাঙার কাজ শুরু হয়।
এক ব্যবসায়ী কণিকা দাস বলেন, দীর্ঘ প্রায় ৪০ বছর ধরে ওই জায়গায় ব্যবসা করছি। এখন দোকানগুলি ভেঙে দেওয়া হচ্ছে। কীভাবে সংসার চালাব বুঝে উঠতে পারছি না। আর সুন্দরবন পুলিস জেলার সুপার কোটেশ্বর রাও বলেন, আদালতের নির্দেশে এদিন ২৮টি দোকান ভাঙা হয়েছে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা