বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মঞ্চে অশালীন আচরণ বিধায়কের, ক্ষুব্ধ মমতা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দলের ভাবমূর্তিতে কেউ আঘাত আনলে তিনি যত বড় নেতাই হোন না কেন, সংশ্লিষ্ট নেতার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে তৃণমূল পিছপা হবে না, তা আরও একবার স্পষ্ট করে দিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অশোকনগরের বিধায়ক তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামীর আচরণে ক্ষুব্ধ স্বয়ং তৃণমূল নেত্রী। যার পরিপ্রেক্ষিতে বুধবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করা হল, বিধায়কের এহেন আচরণকে দল অনুমোদন করে না। দলের শৃঙ্খলারক্ষা কমিটি সবদিক খতিয়ে দেখছে। কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
উত্তর ২৪ পরগনায় জনপ্রিয় বিধায়ক হিসেবে পরিচিত তৃণমূলের নারায়ণ গোস্বামী। দায়িত্বের সঙ্গেই তিনি সামলাছেন জেলা পরিষদের সভাধিপতির পদ। বিধানসভায় সুবক্তার সুনাম রয়েছে তাঁর। এছাড়াও নারায়ণের লোকসঙ্গীত ও ভক্তিমূলক গানের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেও তিনি সঙ্গীত পরিবেশন করে থাকেন। সম্প্রতি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণ গোস্বামীর সঙ্গীত পরিবেশনের সময় কিছু আচরণ ও বক্তব্য নিয়ে তুমুল শোরগোল শুরু হয়েছে। ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে নারায়ণে মঞ্চে উঠে কী ধরণের আচরণ করেছেন, তার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ওই ভিডিও’র সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। কিন্তু ওই ভিডিওতে নারায়ণকে অপ্রকৃতিস্থ অবস্থায় দেখা গিয়েছে। নানা ধরনের অঙ্গভঙ্গি করেছেন তিনি এবং মঞ্চ থেকে মাইক হাতে দর্শকদের উদ্দেশে যে সমস্ত কথা বলেছেন, তা শালীনতার মাত্রা ছাড়িয়েছে বলে অভিযোগ। বিষয়টি নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছে। গোটা ভিডিও দলের কাছে এসে পৌঁছয়। তার ভিত্তিতেই কড়া পদক্ষেপ নেয় তৃণমূল। বুধবার তৃণমূলে ভবনে সাংবাদিক বৈঠক করে নায়ারণের আচরণ নিয়ে দলের অবস্থান ঘোষণা করেন রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তাঁর ঘোষণা, দলের সর্বোচ্চ নেতৃত্বের নির্দেশ মতো নারায়ণ গোস্বামীর অসৌজন্যমূলক কথা ও আচরণ দল কোনওভাবেই অনুমোদন করে না। নারায়ণের আচরণ দলের ভাবমূর্তির সঙ্গে খাপ খায় না। শৃঙ্খলারক্ষা কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তৃণমূলের বারাসত সাংগঠনিক জেলার সভানেত্রী কাকলি ঘোষদস্তিদার জানিয়েছেন, বিধায়কের এমন মন্তব্য প্রকৃতস্থ বা বাঞ্ছিত বলে মনে হচ্ছে না। বিধায়কের বিরুদ্ধ যা ব্যবস্থা নেওয়ার তা রাজ্য থেকেই করা হবে। 
কিছুদিন আগে কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক হয়েছিল। সেখানে দলের শৃঙ্খলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে ত্রিস্তরীয় শৃঙ্খলারক্ষা কমিটি গড়ে দেন মমতা। দিল্লি, রাজ্য ও বিধানসভা ভিত্তিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি রয়েছে। বিধানসভায় তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি বিধায়ক নারায়ণ গোস্বামীকে শোকজ করবে বলে দলীয় সূত্রে খবর। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা