বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

আগুন! গুজবে পুষ্পক থেকে ঝাঁপ কর্ণাটক এক্সপ্রেসের নীচে ১২ যাত্রী

মুম্বই: আতঙ্কের যাত্রা! গন্তব্যে এগিয়ে যাচ্ছিল পুষ্পক এক্সপ্রেস। হঠাৎ কারা যেন বলে ওঠে – আগুন...আগুন। ফায়ার অ্যালার্মের শব্দও কানে আসে অনেকের। প্রাণ বাঁচাতে চেন টেনে লখনউ থেকে মুম্বইগামী ওই ট্রেন থামানোর চেষ্টা করেন যাত্রীরা। একটু গতি কমতেই কামরা থেকে ঝাঁপ দেন অনেকেই। কিন্তু ভাগ্যে সহায় হল না।  ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসে কাটা পড়েন তাঁরা। পরের দৃশ্য বর্ণনাতীত। রেললাইনের কোথাও পড়ে রয়েছে চটি, চেন খোলা ব্যাগ, কোথাও আবার কাটা মুণ্ড ও দেহাংশ। শুধু রক্ত আর আর্তনাদ। বুধবার বিকেল সাড়ে চারটে নাগাদ মহারাষ্ট্রের জলগাঁওয়ের এই দুর্ঘটনায় ১২ জনের মৃত্যুর হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। জখম অন্তত ৫৫ জন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রেলের তরফে নানা সতর্কতামূলক ব্যবস্থা, সমস্ত পরিকল্পনা-পদক্ষেপ যে কার্যত কোনও কাজে আসেনি, সম্প্রতি একের পর এক দুর্ঘটনা তা স্পষ্ট করে দিয়েছে। এই পরিস্থিতিতে রেলের যাত্রী নিরাপত্তা নিয়ে আরও একবার প্রশ্ন তুলে দিল বুধবারের মর্মান্তিক ঘটনা। পুষ্পক এক্সপ্রেস তখন জলগাঁওয়ের পাচোরা স্টেশনের কাছে। সেই সময় একটি কামরায় আগুন লাগার আতঙ্ক ছড়িয়ে পড়ে। কীভাবে আগুনের গুজব ছড়াল? এনিয়ে মধ্য রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক স্বপ্নীল নীলা জানান, সম্ভবত ব্রেক বাইন্ডিংয়ের জেরে চাকায় আগুনের ফুলকি দেখা দেয়। এতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। তড়িঘড়ি ট্রেন থামাতে চেন টানেন যাত্রীরা। এদের মধ্যেই কয়েকজন প্রাণ বাঁচাতে ট্রেন থেকে ঝাঁপ মারেন। যার জেরে এই দুর্ঘটনা। রেলের তরফে জানানো হয়েছে, চেন টানার পরেই নিয়ম অনুযায়ী চালক ইঞ্জিনের ফ্ল্যাশার লাইট অন করেছিলেন। কিন্তু ঘটনাস্থল একটি বাঁকের মুখে হওয়ায় কর্ণাটক এক্সপ্রেসের চালক সেই আলো প্রথমে দেখতে পাননি। ফ্ল্যাশার দেখে তিনি ট্রেনের গতি কমালেও ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে কমিশনার অব রেলওয়ে সেফটি। পরিস্থিতির উপর নজর রেখেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ। ঘটনায় গভীর শোক প্রকাশ করে মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ  ও আহতদের চিকিত্সার খরচ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। রেলের তরফেও মৃতদের পরিবারকে দেড় লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও। জখমদের চিকিৎসার ক্ষেত্রে সমস্ত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি। ছবি: পিটিআই
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা