বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

অভিষেক-বরুণের দাপটে ইংল্যান্ড বধ ভারতের, দলের ব্যর্থতার দিনেও উজ্জ্বল বাটলার

ইংল্যান্ড ১৩২, ভারত ১৩৩/৩

সুকান্ত বেরা, কলকাতা: টিম ইন্ডিয়ার প্রথম একাদশে তিন স্পিনারের উপস্থিতি ছিল চমকে দেওয়ার মতো। কেন? ম্যাচের চব্বিশ ঘণ্টা আগেই ইংল্যান্ড ঘোষণা করে দিয়েছে, চার পেসার নিয়ে তারা মাঠে নামবে। কিন্তু ইডেনের চেনা পিচে স্পিনারদের উপরই ভরসা রেখেছিলেন কোচ গৌতম গম্ভীর। তাই ফিরতে ফিরতেও ফেরা হল না মহম্মদ সামির। 
নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর ভারতের কোচ এখন যথেষ্ট চাপে। তাই কাঙ্ক্ষিত জয়ের জন্য এদিন তিনি ঝুঁকি নেন। তাই এক স্পেশালিস্ট পেসার হিসেবে অর্শদীপকে রেখে বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলের সঙ্গে রবি বিষ্ণোইকেও জুড়ে  দেওয়া। আর সেই কৌশলেই বাজিমাত! ভারত অনায়াসে প্রথম টি-২০’তে ইংল্যান্ডকে হারাল ৭ উইকেটে। জয়ের কড়ি জোগাড় করতে খুব বেশি বেগ পেতে হল না। অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ের সামনে উড, আটকিনসনরা উড়ে গেলেন। বলের গতি ও বাউন্সকে কাজে লাগিয়ে বিলিতি প্রচেষ্টা তিনি ভাসিয়ে দিলেন গঙ্গার পবিত্র জলধারায়।
টস জেতারও ফায়দা নিল টিম ইন্ডিয়া। নতুন বলে ইংল্যান্ডের দুই ওপেনারকে ফিরিয়ে দুর্দান্ত শুরু করেন পেসার অর্শদীপ সিং। তারপর স্পিনের ভেল্কি বরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেলের। টিম গেমের সৌজন্যে ইংল্যান্ডকে ১৩২ রানে আটকে রাখতে সফল হয় ভারত। পাল্টা চ্যালেঞ্জ বলতে শুধু লড়ে গেলেন একা জস বাটলার। ৪৪ বলে তাঁর ৬৮ ছাড়া ইংল্যান্ডের ব্যাটিং একেবারেই পাতে দেওয়ার মতো নয়।
আসলে এই ভারতীয় টি-২০ দল অন্য ধাতুতে গড়া। রোহিত, কোহলির মতো তারকাদের ছাড়াই অশ্বমেধের মতো ছুটছে। তারুণ্যের জোয়ারে পরের বছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপ জেতাই লক্ষ্য সূর্যকুমারদের। গত তিনটি দ্বিপাক্ষিক সিরিজে এসেছে সাফল্য। বছরের শুরুতে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ জিততেও খুব বেশি সমস্যা হয়নি টিম ইন্ডিয়ার। লক্ষ্য সহজ হলেও ব্যাটিং ধারাপাত বদলাননি  দুই ওপেনার সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। উইকেট পড়ে পড়ুক, রানের গতিতে লাগাম টানা যাবে না— এই দর্শনেই ২০ বলে ২৬ রান করে আউট হন সঞ্জু। তবে খাতা খুলতে পারেননি অধিনায়ক সূর্য। সবাইকে ছাপিয়ে গেলেন অভিষেক শর্মা। ৩৪ বলে করলেন ৭৯ রান। হাঁকালেন পাঁচটি চার ও আটটি ছক্কা। ৪৩ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় সূর্য বাহিনী। তিলক ১৯ ও হার্দিক ৪ রানে অপরাজিত থাকেন। 
তারকা পুজো নয়, টিম গেম এই ভারতীয় দলের ইউএসপি। অর্শদীপ সিং শুরুতে  বিষাক্ত সুইংয়ে টুটি টিপে ধরেন সল্ট (০), ডাকেটের(৪)। তার পরেও কেন যে তাঁকে টেস্ট দলে ভাবা হয় না সেটা বড় বিস্ময়ের। তবে একই ওভারে জোড়া উইকেট নিয়ে ইংল্যান্ডের মেরুদণ্ড ভেঙে দেন বরুণ। একটা সময় তিনি আন্তর্জাতিক মঞ্চ থেকে হারিয়ে যেতে বসেছিলেন। একুশের টি-২০ বিশ্বকাপের পর বুঝে যান, সাইড স্পিন আর চলবে না।  তাই বদলাতে হয় কৌশল। অস্ত্র এবার ওভার স্পিন। টার্নের সঙ্গে চকিত বাউন্স, যা ব্যাটসম্যানকে সহজেই বোকা বানাতে পারে। আইপিএল কিংবা আন্তর্জাতিক টি-২০, বরুণ চক্রবর্তী উইকেট টেকিং বোলার। অসময়ের বন্ধু। পিচ থেকে একটু সুবিধা পেলে তো আর ধরে কে! যেমনটা দেখা গেল বুধবার ইডেনে।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা