বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

ওজন কমাতে অ্যালুমিনিয়ামের  শেল, গতি বৃদ্ধি বন্দে ভারতের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: কমবে ওজন। বাড়বে স্পিড। আরও দ্রুতগতির বন্দে ভারত ট্রেন চালুর জন্য তৎপরতা বাড়াচ্ছে রেল। আগামী তিন বছরে চেয়ার কার ও স্লিপার মিলিয়ে আরও ৪০০টি নতুন বন্দে ভারত ট্রেন চালুর লক্ষ্যমাত্রা নিয়েছে মন্ত্রক। তার মধ্যে ১০০টি ট্রেনের কোচের শেল তৈরি করা হবে অ্যালুমিনিয়াম দিয়ে। যে কারণে ওই ট্রেনগুলির ওজন হবে আরও হালকা।
বর্তমানে বন্দে ভারত চেয়ার কার ট্রেনগুলির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৬০ কিলোমিটার। অন্যদিকে, ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে ছুটবে বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং এই কথা জানিয়েছেন। সরকারি সূত্রের দাবি, ট্রেনের কোচের শেল অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হলে তার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় আরও অন্তত পাঁচ থেকে ১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করা সম্ভব হবে। এর আগে অ্যালুমিনিয়াম কোচের বন্দে ভারত ট্রেন তৈরির জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল। কিন্তু কিছু সমস্যায় তা আটকে যায়। শীঘ্রই ফের এই ব্যাপারে দরপত্র আহ্বান করার প্রক্রিয়া শুরু করতে চলেছে রেল বোর্ড। তৈরি করা হবে ১০০টি ট্রেন। বর্তমানে আপ এবং ডাউন মিলিয়ে মোট ১৩৬টি বন্দে ভারত ট্রেন চলে। প্রতিটিই চেয়ার কার। আরও ২০০টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরির বরাত দেওয়া হয়েছে। সেগুলির কোচের বাইরের অংশ অবশ্য প্লাস্টিকেরই থাকছে।
আগামী ১ ফেব্রুয়ারি ২০২৫-২৬ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট ঘোষণায় তাহলে আরও দ্রুত গতির বন্দে ভারত ট্রেনের উল্লেখ থাকবে কি? উঠছে প্রশ্ন।
17d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা