বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দেশ

কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়ার হুঁশিয়ারি জিতেনের, বিহারে অস্বস্তি এনডিএ শিবিরে

পাটনা: বিহারে বিধানসভা ভোটের আগে এনডিএ শিবিরে অশান্তি! দাবি মতো আসন না পেলে জোট ছাড়ার হুঁশিয়ারি দিলেন হিন্দুস্তান আওয়াম মোর্চার প্রধান জিতেন রাম মাঝি। তৃতীয় দফার মোদি সরকারে মন্ত্রিত্ব পেয়েছিলেন তিনি। প্রযোজনে মন্ত্রী পদ ছাড়ার কথাও বলেছেন জিতেন। ভোটের মুখে জোটসঙ্গীর এভাবে দরকষাকষিতে বিপাকে গেরুয়া শিবির। 
জানা গিয়েছে, বিধানসভা নির্বাচন এগিয়ে আসতেই এনডিএ শিবিরে আসন বণ্টন নিয়ে কথাবার্তা শুরু হয়েছে। শরিক হিসেবে জিতেন ৪০টি আসন দাবি করেছেন বলে খবর। কিন্তু, তাঁর কথায় তেমন কোনও গুরুত্ব দিচ্ছে না বিজেপি বা জেডিইউ। তাতেই বেজায় চটেছেন জিতেন। মঙ্গলবার মুঙ্গের জেলায় একটি জনসভায় বক্তব্য রাখেন তিনি। সেখানে ক্ষোভ প্রকাশ করে হামের একমাত্র সাংসদ বলেন, আমরা ঝাড়খণ্ড ও দিল্লিতে কোনও আসনে লড়ার সুযোগ পাইনি। বলা হয়েছে, আমি নাকি কিছুই চাইনি। ওই রাজ্যগুলিতে আমার কোনও প্রভাব নেই। তাই সেখানে বাদ দেওয়া হয়েছে। কিন্তু, বিহারে আমাদের ক্ষমতা প্রমাণের সুযোগ দিতেই হবে। এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর পদ ছাড়ার হুঁশিয়ারি দিয়েও বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বার্তা, ‘কেউ কেউ হয়তো বলবেন, আমি এনডিএর বিরুদ্ধে লড়াই করছি। কিন্তু, নরেন্দ্র মোদির নেতৃত্বের বিরুদ্ধে বিদ্রোহ করার কোনও মানেই হয় না। আমি অনুরোধ করছি। কোনও সংঘাতে যেতে চাই না। দাবি আদায়ে সমঝোতার পথও খোলা রাখছেন জিতেন। তাঁর কথায়, অন্তত ২০টি আসন পেলেও আমরা খুশি।’ যদিও আসন ভাগাভাগি নিয়ে শরিকি অসন্তোষ এনডিএ শিবির কীভাবে সামাল দেয়, সেটাই এখন দেখার।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা