বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘সম্পন্ন’ খালি থাকলেও মিলছে না পার্কিং, বাইরে গাড়ি রেখে গুনতে হচ্ছে বাড়তি ফি

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সপরিবারে চিড়িয়াখানা ঘুরতে গিয়েছিলেন কলেজ স্ট্রিটের বাসিন্দা রজতাভ নিয়োগী। ‘সম্পন্ন’ মাল্টি কার পার্কিং লটে গাড়ি রাখতে গেলে তাঁকে বাধা দেন সেখানকার নিরাপত্তা কর্মী। বলেন, পার্কিং লট ভর্তি। জায়গা নেই। যেখানে খুশি গাড়ি রাখুন। এদিকে, সকাল সাড়ে ১০টায় তখন খাঁ খাঁ করছে পার্কিং লট। বারবার পার্কিংয়ে ঢোকার অনুরোধ জানিয়েও লাভ হয়নি। নিরাপত্তা কর্মীর স্পষ্ট কথা, এখানে গাড়ি রাখার জায়গা নেই। ধনধান্যর সামনের রাস্তায় গাড়ি রাখুন। অবশেষে বাধ্য হয়ে সেখানেই গাড়ি রাখতে হল নিয়োগী দম্পতিকে। উল্টে সেখানে ঘণ্টাপিছু গাড়ি রাখার জন্য তাঁদের গুনতে হল ৬০ টাকা।
এটি নিছক একটি ঘটনা নয়। আলিপুরের ‘সম্পন্ন’ পার্কিং লটে গাড়ি নিয়ে ঢুকতে গেলে এমন অভিজ্ঞতার সাক্ষী হন অনেকেই। স্থানীয় সূত্রে খবর, ওখানে কখনই পার্কিংয়ের সুযোগ পান না সাধারণ মানুষ। বিশেষ করে চিড়িয়াখানা, আলিপুর জেল মিউজিয়াম দেখতে প্রচুর পর্যটক আসেন। শীতকালে পর্যটকের চাপ বাড়ে। বিভিন্ন স্কুল থেকে ছোট ছোট পড়ুয়াদের বাসে করে চিড়িয়াখানা দেখাতে নিয়ে আসা হয়। সেই বাসগুলিকে রাখার জায়গা পাওয়া যায় না। এই অবস্থায় ‘সম্পন্ন’তে গাড়ি রাখার সুযোগ থাকলেও কেন ঢুকতে দেওয়া হয় না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ফলে অন্যান্য জায়গায় রাস্তার উপরেই গাড়ি বা বাস দাঁড় করাতে বাধ্য হন চালকরা। এই সুযোগে বেআইনি পার্কিং লটের রমরমা আলিপুর চত্বরে। অভিযোগ, ধনধান্য অডিটোরিয়ামের বাইরে রাস্তায় সার দিয়ে গাড়ি পার্কিং করা হয়। যা পুরোপুরি বেআইনি। কলকাতা পুরসভা সূত্রে খবর, সেখানে কোনও বৈধ পার্কিং লট নেই। অভিযোগ, একটি রাজনৈতিক দলের স্থানীয় লোকজন সেখানে গাড়ি পার্কিং করিয়ে অতিরিক্ত ফি নেয়। কোনওদিন ঘণ্টায় ৫০ টাকা, কখনও আবার ১০০ টাকা পর্যন্ত ফি চাওয়া হয় বলে অভিযোগ।
‘সম্পন্ন’তে গাড়ি রাখার জায়গা প্রসঙ্গে পুরসভার এক আধিকারিক বলেন, শুনেছি, ওখানে দু’টি তল দু’টি বেসরকারি হাসপাতালের পার্কিংয়ের জন্য বরাদ্দ রয়েছে। ওরাই ভাড়া দেয়। কিন্তু বাকি তলগুলিতে বহু গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। সেখানে কেন রাখতে দেওয়া হয় না, বলতে পারব না। অন্যদিকে, ধনধান্য চত্বরে বেআইনি পার্কিং প্রসঙ্গে স্থানীয় ৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা ৯ নম্বর বরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস বলেন, শীতকালে চিড়িয়াখানায় পর্যটকের চাপ বেড়ে যায়। প্রতি বছর এই সময় ওখানে ধনধান্যর সামনের চত্বরে গাড়ি পার্কিং করা হয়। তবে, অতিরিক্ত পার্কিং ফি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে নিশ্চয়ই ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা