বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

‘স্বামী মেরেছে, বাড়ি মুর্শিদাবাদে’, বলেই মৃত্যুর কোলে মহিলা

সংবাদদাতা, বারুইপুর: ধানক্ষেতের ধারে ইটের রাস্তায় রক্তাক্ত অবস্থায় এক মহিলাকে উদ্ধার ঘিরে শোরগোল। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে জয়নগরের বকুলতলা থানার মায়াহাউরি পঞ্চায়েতের আনন্দপুর রথতলা এলাকায়। স্থানীয় এক টোটোচালক বাড়ি ফেরার সময় রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দাদের ডাকেন। তখনও মহিলার দেহে প্রাণ ছিল। লোকজন ছুটে এসে মহিলাকে উদ্ধার করেন। তড়িঘড়ি পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু ঘটে। এদিকে, খবর পেয়ে বকুলতলা থানার পুলিস দেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে। বুধবার সকালে ঘটনা চাউর হতে স্থানীয় মানুষজন রাস্তায় ভিড় করেন।
পুলিস জানিয়েছে, মৃতার পরিচয় জানা যায়নি। আনুমানিক বয়স ৩০। শরীরে প্রচুর আঘাতের চিহ্ন আছে। অতিরিক্ত রক্তক্ষরণেই মহিলার মৃত্যু হয়েছে। তাঁর নাম-পরিচয় জানার জন্য আশপাশের থানা এলাকায় ছবি পাঠানো হয়েছে। মহিলার পরনে ছিল জিনস ও লাল টপ। এক প্রত্যক্ষদর্শী বলেন, মহিলাকে যখন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন মহিলা বলেছিলেন, তাঁর বাড়ি মুর্শিদাবাদে। স্বামী তাঁকে মেরেছেন। কিন্তু এর বেশি আর কিছু বলতে পারেননি। এমনভাবে আঘাত করা  হয়েছে যে বেশ কয়েকটি দাঁতও ভেঙে গিয়েছিল। মহিলার মুখের একদিক থেঁতলানো ছিল। সম্ভবত কোনও ধারাল অস্ত্র দিয়ে কোপানো হয়েছিল তাঁকে। পুলিস স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেছে। প্রতক্ষ্যদর্শীদের বক্তব্য খতিয়ে দেখছে। মহিলার বাড়ি সম্পর্কে সঠিক তথ্য জানারও চেষ্টা করছে। কী কারণে খুন, তাও দেখছে তারা।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা