বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ট্রাম্প এফেক্ট? ফের নয়া রেকর্ড গড়ল সোনার দর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন করে প্রেসিডেন্ট পদে বসে ডোনাল্ড ট্রাম্প কী কী নীতি নেন, সেইদিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব। সেই উদ্বেগ টেনে তুলছে সোনার দরকে। বিশ্ব বাজারে হু হু করে চড়ছে সোনা। তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারেও। তার জেরে নয়া রেকর্ড গড়ল সোনার দর। কলকাতায় বুধবার ২৪ ক্যারেট বিশুদ্ধতার খুচরো সোনার ১০ গ্রামের দর পৌঁছায় ৮০ হাজার ৭৫০ টাকায়। মঙ্গলবারের তুলনায় ১০ গ্রাম পিছু দাম বেড়েছে ৭০০ টাকা। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য দিয়েছে। এদিন দিল্লিতে ১০ গ্রাম সোনার সর্বোচ্চ দর যায় ৮২ হাজার ৭৩০ টাকা। এই দরগুলির সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ হারে জিএসটি। সোনার পাশাপাশি চড়েছে রুপোর দরও। বুধবার কিলো পিছু খুচরো রুপোর দর গিয়েছে ৯১ হাজার ৭০০ টাকা। যদিও রুপোর দর এদিন রেকর্ড গড়েনি।
কেন এতটা বাড়ল সোনার দাম? বিশেষজ্ঞরা এর জন্য আমেরিকা-তত্ত্বকেই সামনে আনছেন। তাঁদের বক্তব্য, ট্রাম্প এবার কোন বাণিজ্য নীতি নিয়ে চলবেন, তা এখনও স্পষ্ট নয়। সেই দোলাচল লগ্নির বাজারে প্রভাব ফেলেছে। শেয়ার বাজারের অস্থিরতা বিনিয়োগকারীদের তুলনামূলক নিরাপদ জায়গায় লগ্নির দিকে ঠেলছে। তার জেরে চাহিদা বাড়ছে সোনার। তাই দামও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, হোয়াইট হাউসের মতিগতি দেখে মনে হচ্ছে, নতুন বাণিজ্য নীতি আসতে হয়তো ফেব্রুয়ারি চলে আসবে। এক্ষেত্রে চীন, কানাডা ও মেক্সিকোর প্রতি ডোনাল্ড ট্রাম্প সরকার কী মনোভাব দেখায়, তা জানতে আরও সময় লাগবে। ততক্ষণ বাণিজ্য-যুদ্ধ জারি থাকবে। এই অনিশ্চয়তা সোনার দামকে ঠেলে উপর দিকে তুলছে। বিশেষজ্ঞরা এর পাশাপাশি আরও দুটি কারণকে সামনে আনছেন। প্রথমত, তাঁদের বক্তব্য, পরিস্থিতি যেদিকে এগচ্ছে, তাতে আমেরিকার মূল ব্যাঙ্ক ফেডারাল রিজার্ভ সুদের হার আরও একপ্রস্থ কমানোর দিকো হাঁটবে আগামী দিনে। এই ইঙ্গিত যেমন দাম বাড়াচ্ছে, তেমনই ভারতের জিডিপি বৃদ্ধির হার আশানুরূপ না-হওয়ায়, তা দেশীয় চাহিদা কমাবে বলেই মনে করা হচ্ছে। অর্থনীতির নেতিবাচক প্রভাব সোনা বাজারে পড়ছে বলেই মনে করছেন অনেকে। কারণ যাই-ই হোক না কেন, বিয়ের মরশুমে সোনার এতটা দাম বৃদ্ধি মোটেই খুশি করতে পারছে না ক্রেতাদের। বিক্রিবাটা মার খাওয়ার আশঙ্কায় রয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরাও। 
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা