বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

জেলে বন্দিদের রোল কলের প্রশিক্ষণ শুরু সাজাপ্রাপ্ত সঞ্জয়ের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর‑কাণ্ডে আমৃত্যু সাজাপ্রাপ্ত বন্দি সঞ্জয় রায় জেলে আবাসিকদের ওয়ার্ডে রোলকলের কাজ করবে। তবে বিচারাধীন বন্দিদের নয়। প্রেসিডেন্সি জেলের সাজাপ্রাপ্ত বন্দিদের ওয়ার্ডে সকাল ও  সন্ধ্যায় সে এই কাজে নিযুক্ত থাকবে। জেল সূত্রের খবর, বুধবার থেকে এই কাজের জন্য তার প্রশিক্ষণ শুরু হল। তিনমাস ধরে চলবে এই প্রশিক্ষণ। তাকে এখন প্রতিদিন প্রশিক্ষণ দেবেন দুই প্রবীণ সাজাপ্রাপ্ত বন্দি ছাড়াও জেলের দুই কর্মী। আইনের বিধান অনুসারে জেল কর্তৃপক্ষকে সাজাপ্রাপ্ত বন্দিদের দৈনিক মজুরির ভিত্তিতে কাজ দেওয়াটাই দস্তুর। তবে তিনমাসের প্রশিক্ষণ চলাকালে সেই বন্দি পাবে না কোন মজুরি। তিনমাস অতিক্রান্ত হওয়ার পরেই দৈনিক মজুরির টাকা সেই সাজাপ্রাপ্ত বন্দির ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। তার জন্য জেলের তরফেই বন্দিদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়ার ব্যবস্থা করা হয়। সঞ্জয়ের ক্ষেত্রেও সেই একই ব্যবস্থা লাগু থাকবে। বুধবার সঞ্জয় রায়ের রোলকলের প্রশিক্ষণ শুরু হল। এখন কোনও মজুরি না মিললেও, গামী এপ্রিল মাস থেকে তা মিলবে। এদিন এই প্রশিক্ষণ শুরু হওয়ার কারণে সঞ্জয়কে খুব সকালে ডেকে দেওয়া হয়। সে সেল থেকে বেরিয়ে মুখ, হাত, পা ধুয়ে চলে যায় হাতে‑কলমের প্রশিক্ষণে। দীর্ঘ দু’ঘন্টা ধরে চলে প্রশিক্ষণ। এরপর সে ফের ফিরে আসে তার ৬ নং নির্জন সেলে। তবে জেলের একটি সূত্র জানাচ্ছে, একজন সাজাপ্রাপ্ত বন্দিকে দুই থেকে তিন রকমের কাজে যুক্ত করা হয়ে থাকে। তাই আগামী দিনে সঞ্জয়ের কাজের পরিধি আরও বাড়ানো হবে। এদিনও দিনভর সঞ্জয় কয়েকজন জেল কর্মীর কাছে আক্ষেপ করে বলে, তাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে। আসল সত্যকে পুরোপুরি আড়াল করা হয়েছে। তবে সে দিনভর নির্জীব ছিল সেলের ভিতরে। সকালে চা‑বিস্কুট, পাউরুটি‑কলা খেলেও, দুপুরে কোনও খাবার সে মুখে তোলেনি। জেল সূত্রের খবর, যখন সে জানতে পারে, তার পছন্দের কোনও খাবার দুপুরের মেনুতে নেই, তখনই সে খাবারে অনীহা প্রকাশ করে। তবে বিকেলে যথারীতি রোলকলের প্রশিক্ষণে সে অংশ নেয়। সেই কাজ শেষ হলে সন্ধ্যায় সে দুই জেল কর্মীর কাছে অনুরোধ করে, যেন টিভিতে ঩কোনও খবরের চ্যনেল একটু চালিয়ে দেন। সেই আব্দার মেনে খবরের চ্যা঩নেল চালানো মাত্রই সঞ্জয় দেখে তাকে ঘিরেই নানা সংবাদ সম্প্রচারিত হচ্ছে টিভিতে।
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা