বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

শেষ চারে জানিক সিনার, সুইয়াটেক

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেনের আকর্ষণ ধরে রাখার দায়িত্ব এবার নোভাক জকোভিচের সঙ্গে ভাগ করে নিলেন জানিক সিনার।  বুধবার স্ট্রেট সেটে জয়ের সুবাদে ইতালিয়ান তারকা পৌঁছে গেলেন শেষ চারের মঞ্চে। অপ্রতিরোধ্য শীর্ষ বাছাই সিনার ৬-৩, ৬-২, ৬-১ সেটে হারালেন অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে। অপর কোয়ার্টার-ফাইনালে বেন শেলটন হারালেন লরেঞ্জো সোনেগোকে। চার সেটের লড়াই শেষে ২১তম বাছাই মার্কিন খেলোয়াড়ের পক্ষে ফল ৬-৪, ৭-৫, ৪-৬, ৭-৬ (৭-৪)। অন্যদিকে, মহিলাদের সিঙ্গলসে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন ইগা সুইয়াটেক। আমেরিকার এমা নাভারোর বিরুদ্ধে ৬-১, ৬-২ সেটের সহজ ম্যাচ জিতলেন মহিলাদের দ্বিতীয় বাছাই তারকা। 
মঙ্গলবারই চলতি আসরে কার্যত ফাইনাল ম্যাচ হয়ে গিয়েছে। রড লেভার এরিনায় মুখোমুখি হয়েছিলেন কার্লোস আলরাজ ও জকোভিচ। চার সেটের হাড্ডাহাড্ডি লড়াই শেষে জয় হয় অভিজ্ঞতার। মেলবোর্ন পার্কে তরুণ স্প্যানিশের বিরুদ্ধে জোকার বোঝালেন, টেনিসকে এখনও তাঁর অনেক কিছু দেওয়ার আছে। ম্যাচ শেষে সার্বিয়ান মহাতারকা বলেন, ‘মনে হল ফাইনাল খেললাম। আলকারাজ অসাধারণ। ওর বিরুদ্ধে খেলা সব সময় উপভোগ করি। এবারও আমায় দারুণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে।’ তবে এদিন শীর্ষ বাছাই সিনারকে জয়ের জন্য বেশি ঘাম ঝরাতে হয়নি। 
আগামী শুক্রবার পুরুষদের সিঙ্গলস ফাইনালে ওঠার লক্ষ্যে কোর্টে নামবেন জোকার ও আলেকজান্ডার জেরেভ। অপর ম্যাচে সিনারের প্রতিপক্ষ শেলটন। মহিলাদের সিঙ্গলসে শীর্ষ বাছাই সাবালেঙ্কা মুখোমুখি হবেন পাউলা বাবোসার। অপর ম্যাচটি হবে সুইয়াটেক ও মাডিসন কিয়েসের মধ্যে।    
18d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা