বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ইস্ট-ওয়েস্ট মেট্রো,  ফেব্রুয়ারি মাসে মাত্র ৮ দিন বন্ধ থাকবে পরিষেবা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারের আপত্তি মেনে নিয়ে একটানা দেড় মাস ইস্ট-ওয়েস্ট মেট্রো বন্ধ রাখার সিদ্ধান্ত থেকে পিছু হটল রেল। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আট ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ টানা ৪৪ দিন গ্রিন-লাইনের দু’টি অংশ পুরোপুরি বন্ধ থাকত। এখন তা হবে না।
বউবাজারে মেট্রোর ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করে পশ্চিমমুখী টানেল দিয়ে ইতিমধ্যেই ট্রায়াল রান সফল হয়েছে। বহু প্রতীক্ষার পর পাতালপথে শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পথ জুড়তে চলেছে। বর্তমানে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদহ এবং এসপ্ল্যানেড-হাওড়া ময়দানের মধ্যে মেট্রো চালু আছে। ভিন্ন দু’টি সিগনালিং ব্যবস্থায় চলছে এই জোড়া করিডর। তবে সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান রুটে মেট্রো চালাতে অভিন্ন সিগনালিং ব্যবস্থা বসাতে হবে। এই কাজের বরাত পেয়েছে ফরাসি এক সংস্থা। তারা কমপক্ষে দেড়মাস রুট বন্ধ রেখে কাজ করার প্রস্তাব দিয়েছিল। রেল বোর্ডের তরফে তার প্রাথমিক অনুমোদনও দিয়ে দেওয়া হয়। তবে কাজ শুরুর আগে রাজ্য সরকারের আনুষ্ঠানিক ছাড়পত্র রেল পায়নি।
সম্প্রতি রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর সঙ্গে এ নিয়ে আলোচনা করতে পরিবহণ ভবনে গিয়েছিলেন মেট্রো কর্তারা। একটানা দেড় মাস মেট্রো বন্ধ থাকলে সাধারণ মানুষের চূড়ান্ত দুর্ভোগ হবে বলে জানান মন্ত্রী। পরিবহণ সচিব সৌমিত্র মোহন পরিসংখ্যান দিয়ে জানান, ইস্ট-ওয়েস্ট মেট্রোর চালু অংশে দৈনিক ৯০ হাজারের কাছাকাছি যাত্রী পরিষেবা পান। একই সঙ্গে ওই সময় আন্তর্জাতিক কলকাতা বইমেলাও চলবে। পাশাপাশি বিভিন্ন বোর্ডের পরীক্ষা শুরু হবে। সবমিলিয়ে রাজ্যের তরফে একনাগাড়ে মেট্রো বন্ধ না রাখার পরামর্শ দেওয়া হয়। এই পরামর্শ মেনে নেয় রেল। জানা গিয়েছে, রাজ্যের প্রস্তাব মেনে পরিবর্তিত পরিস্থিতিতে পর্যায়ক্রমে মেট্রো বন্ধ রেখে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। 
জানা গিয়েছে, প্রথম দফায় ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি ইস্ট-ওয়েস্ট মেট্রোর দু’টি অংশ বন্ধ থাকবে। দ্বিতীয় দফায় ২২ থেকে ২৫ ফেব্রুয়ারি পরিষেবা বন্ধ রেখে হবে কাজ। তারপর মূলত শনি-রবিবার এই দু’টি রুট বন্ধ রেখে কাজ হবে। পরিবহণমন্ত্রী বলেন, ‘একটানা দেড়মাস মেট্রো বন্ধ রাখলে গোটা ব্যবস্থা বিপর্যস্ত হবে। তাই আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করার কথা বলেছিলাম। আমরা খুশি, মেট্রো রেল সেভাবেই কাজ করবে। সে সময় সাধারণ মানুষের সুবিধার জন্য বাড়তি সরকারি বাস রাস্তায় চলবে। সেগুলি অতিরিক্ত ট্রিপ করবে। একই সঙ্গে বেসরকারি বাস মালিকদেরও ওই সময় বাড়তি পরিষেবা দেওয়ার আবেদন জানানো হয়েছে।’        
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা