বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উদয়নারায়ণপুরে স্থায়ী সব্জি বাজার ও দামোদরের উপর সেতুর উদ্বোধন

সংবাদদাতা, উলুবেড়িয়া: বৃহস্পতিবার উদয়নারায়ণপুরে দুটি মেগা প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক সমীর পাঁজা। এদিন উদয়নারায়নপুরের গড়ভবানীপুর সোনাতলা বাজারে একটি বড় স্থায়ী সব্জি বাজার এবং গড়ভবানীপুর সোনাতলা গ্রাম পঞ্চায়েতের কাছে মজা দামোদরের উপর একটি পাকা সেতুর উদ্বোধন করেন তিনি। প্রশাসন সূত্রে খবর, স্থায়ী সব্জি বাজারটি করতে ব্যয় হয়েছে ১ কোটি টাকা। তার মধ্যে বিধায়ক তহবিল থেকে পাওয়া গিয়েছিল ৭০ লক্ষ টাকা। এছাড়া উদয়নারায়ণপুর পঞ্চায়েত সমিতি দিয়েছিল ৩০ লক্ষ টাকা। এই সব্জি বাজারে ৬০০টি স্টল থাকছে।
অন্যদিকে মজা দামোদরের উপর পাকা সেতুটি নির্মাণ করতে ব্যয় হয়েছে ৪০ লক্ষ টাকা। সেতুটি নির্মাণ করেছে সেচদপ্তর। এদিন ওই দুই প্রকল্প প্রসঙ্গে বিধায়ক সমীর পাঁজা জানান, উদয়নারায়ণপুর ব্লক মূলত কৃষিপ্রধান এলাকা। এখানকার কৃষকদের চাষ করা সব্জি বিক্রি করার জন্য স্থায়ী কোনও বাজার না থাকায় তাঁরা সমস্যায় পড়ছিলেন। দীর্ঘদিন ধরে তাঁরা এলাকায় একটি স্থায়ী সব্জি বাজারের আবেদন জানাচ্ছিলেন। আজ তার উদ্বোধন করা হল। এতে একদিকে যেমন কৃষকরা এক ছাদের নীচ থেকে তাঁদের চাষের বিভিন্ন ফসল বিক্রি করতে পারবেন, অন্যদিকে সাধারণ মানুষও এক জায়গা থেকেই তাদের পছন্দ মতো জিনিষ কিনতে পারবে। শুধু হাওড়া কেন, আশপাশের কোনও জেলাতেই এত বড় স্থায়ী সব্জি বাজার নেই বলে দাবি বিধায়কের। আর পাকা সেতু নির্মাণ প্রসঙ্গে বিধায়ক জানান, ভগ্নপ্রায় সেতু দিয়ে মানুষের চলাচলের সমস্যা হচ্ছিল। সেই কারণে নতুন পাকা সেতু নির্মাণ করা হল। কয়েক হাজার মানুষ উপকৃত হবেন। -নিজস্ব চিত্র
13d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশাদারি উচ্চশিক্ষায় দ্রুত অগ্রগতি ও সেই সূত্রে কর্মপ্রাপ্তির  সুবর্ণ সুযোগ আসতে পারে। মিত্রবেশী শত্রু দ্বারা...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৮ টাকা৮৮.৪২ টাকা
পাউন্ড১০৭.৫০ টাকা১১১.২৬ টাকা
ইউরো৮৯.৩০ টাকা৯২.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা