বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

উলুবেড়িয়া থেকে ধৃত বাংলাদেশি

সংবাদদাতা, উলুবেড়িয়া: আদতে বাংলাদেশি হলেও দীর্ঘদিন ধরে উলুবেড়িয়া পুরসভায় বসবাস করছিলেন তিনি। বিয়ে করেছিলেন, রয়েছে দুই সন্তান। এমনকী বানিয়ে ফেলেছিলেন ভোটার এবং আধার কার্ডও। এমন এক বাংলাদেশিকে গ্রেপ্তার করল উদয়নারায়ণপুর থানার পুলিস। ধৃত যুবকের নাম সেখ শুভ (২৭), ওরফে শুভ খালাসি। বাড়ি বাংলাদেশের ফরিদপুরের আজিমনগরে। ওই যুবক উলুবেড়িয়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় থাকতেন। বুধবার উদয়নারায়ণপুর থেকেই তাঁকে গ্রেপ্তার করে পুলিস। ধৃতের বিরুদ্ধে পুলিস ৩৪০(২)/৩৩৭ বিএনএস এবং ১৪ বৈদেশিক আইনে মামলা রুজু করেছে। ধৃতকে বৃহস্পতিবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক সাতদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
হাওড়া গ্রামীণ জেলা পুলিস সুপার সুবিমল পাল জানান, কীভাবে ওই যুবক এদেশে প্রবেশ করলেন এবং কীভাবে তিনি ভোটার এবং আধার কার্ড বানালেন, পুলিস তা তদন্ত করে দেখছে।
বেশ কয়েক বছর আগে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে বেআইনিভাবে এদেশে প্রবেশ করেন সেখ শুভ। এরপর দালাল মারফত তিনি পৌঁছে যান উলুবেড়িয়ায়। এখানে পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বাজারপাড়ায় থাকতে শুরু করেন। বছর আট আগে শুভ বাজারপাড়ায় বিয়েও করেন। তাঁদের দু’টি ছোট ছেলেমেয়ে আছে। এর মাঝে শুভ এখানকার ভোটার কার্ড ও আধার কার্ড বানিয়ে নেন। শুভ উদয়নারায়ণপুরে রংয়ের মিস্ত্রি হিসেবে কাজ করতেন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে উদয়নারায়ণপুরে শুভর কর্মস্থল থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিস। এ প্রসঙ্গে উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস বলেন, আইন আইনের পথে চলবে। পুলিস তদন্ত করছে। দোষীরা শাস্তি পাবে।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা