বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

কামারহাটিতে হেলে যাওয়া বহুতল নিয়ে ফের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরানগর: একের পর এক হেলে যাওয়া বহুতল নিয়ে মানুষের ক্ষোভ ক্রমশ বাড়ছে। কামারহাটি পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে হেলে থাকা একটি আবাসন নিয়ে বৃহস্পতিবার বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। গত বছর কলকাতা পুরসভার গার্ডেনরিচে যখন নির্মীয়মাণ বেআইনি বহুতল ভেঙে পড়ে বেশ কয়েকজনের প্রাণহানি হয়, তখনই কামারহাটির এই হেলে থাকা বহুতল নিয়ে খবর সামনে এসেছিল। কিন্তু হুঁশ ফেরেনি পুরসভার। তবে এদিন সাধারণ মানুষের ক্ষোভ টের পেয়ে পুরসভার তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তাতে আদৌ কতটা লাভ হবে, তা নিয়ে সন্দিহান এলাকাবাসী। কামারহাটিজুড়ে পুরসভার প্ল্যান ছাড়াই শতাধিক অবৈধ নির্মাণ রয়েছে। সব ক্ষেত্রেই পুরসভা একই সিদ্ধান্ত নিতে পারবে কি না, পুরসভার আধিকারিকদের মধ্যেও তা নিয়ে প্রশ্ন রয়েছে। 
কামারহাটি পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধোবিয়া বাগান এলাকায় পুকুর ভরাট করে নির্মত একটি বহুতল হেলে গিয়েছিল। বাঘাযতীনের মতো এখানেও প্রোমোটার সেই বহুতল সোজা করার কাজ করছিলেন। মঙ্গলবার তা নিয়ে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়ে। পুরসভার চেয়ারম্যান ও পুলিস পরিদর্শন করে। পুরসভা ওই বাড়ির নির্মাণকাজ বন্ধ করার জন্য ‘স্টপ অর্ডার’ দেওয়ার পাশাপাশি থানায় এফআইআর দায়ের করেছিল। বৃহস্পতিবার ৬ নম্বর ওয়ার্ডের ফাঁড়িবাগান এলাকার একটি হেলে যাওয়া বহুতল নিয়ে নতুন করে ক্ষোভ ছড়ায়। স্থানীয় বাসিন্দা রুকসানা বিবি, মহম্মদ আনোয়ার বলেন, ‘কয়েক বছর ধরে এই পাঁচতলা ফ্ল্যাটটি হেলে রয়েছে। যেকোনও সময় ভেঙে পড়তে পারে। কাউন্সিলার ও পুরসভাকে বহুবার জানিয়েও কোনও লাভ হয়নি।’ তবে পুরসভার তরফে জানানো হয়েছে, সম্প্রতি কামারহাটির যে ২৫টি বহুতল নিয়ে থানায় এফআইআর হয়েছে, তারমধ্যে ওই আবাসনটিও রয়েছে। যদিও এসব নিয়ে ডেভেলাপারদের মধ্যে কোনও হেলদোল দেখা যাচ্ছে না। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটির ১ থেকে ৭ নম্বর ওয়ার্ড কার্যত বিভিন্ন বাহুবলীর নিয়ন্ত্রণে থাকে। তারাই মদ, জুয়া, সাট্টা সহ বেআইনি নির্মাণেও মদত দেয়। পুলিস ও পুরসভার কোনও ভূমিকা নেই বললেই চলে। অসাধু প্রোমোটাররা এই বাহুবলীদের বখরা দিয়ে কাজ শুরু করে দেয়। বাহুবলীরা লাভের হিস্যা যতাস্থানে পৌঁছে দেয়। তারপর বেআইনি নির্মাণ তুলতে আর কোনও সমস্যা হয় না। নির্মাণকাজ শেষ হওয়ার পর ১০-২০ টাকার স্ট্যাম্প পেপারে লেখালেখি করে ফ্ল্যাট হস্তান্তর করে দেওয়া হচ্ছে। কোথাও আবার প্রোমোটার নিজেই ভাড়াটিয়া বসাচ্ছেন। এলাকাবাসীর দাবি, সামান্য ভূমিকম্প হলেই কামারহাটির এসব এলাকা ভগ্নস্তূপে পরিণত হবে। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা বলেন, ‘আমরাও অনেক সময় অসহায় হয়ে পড়ছি। আইনের তোয়াক্কা না করে বহুতল তৈরি হচ্ছে। পুরসভার নোটিসকে তোয়াক্কা করা হচ্ছে না। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে অবৈধ নির্মাণের বিরুদ্ধে পদক্ষেপ হবে বলে আশা করছি।’  ফাইল চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা