বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

ডানকুনি শাখায় বন্ধ ট্রেন, কাজ চলছে বালি ব্রিজেও,  জোড়া ভোগান্তি সামাল দিতেই  পাঁচিল ভেঙে অস্থায়ী বাসস্ট্যান্ড

নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও কলকাতা: পূর্ব রেল আগেই জানিয়েছিল, বৃহস্পতিবার থেকে চারদিন ডানকুনি-শিয়ালদহ শাখায় ট্রেন বন্ধ থাকবে। একইসঙ্গে প্রশাসন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল, রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা পাঁচদিন বন্ধ থাকবে বালি ব্রিজের একাংশ। ফলে যাত্রীদের চূড়ান্ত দুর্ভোগের আশঙ্কা ছিলই। সেই আশঙ্কা সত্যি হল! বাস ধরতে নাকাল হতে হল নিত্যযাত্রীদের। মরিয়া হয়ে কেউ কেউ রেলিং টপকাতে গিয়ে জীবনের ঝুঁকি নিলেন। শেষমেষ বালি হল্ট স্টেশনের কাছে পাঁচিল ভেঙে বাস ধরার বিকল্প ব্যবস্থা করে পুলিস। কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি।
বালিঘাট এবং বালি হল্ট স্টেশনের মধ্যে সিসিআর-১৫ সেতুর গার্ডার বদলের জন্য শিয়ালদহ-ডানকুনি শাখায় ট্রেন চলাচল বন্ধ রাখতে হচ্ছে। আর বালি ব্রিজের একাংশে জরুরি কাজের জন্য ২২ জানুয়ারি রাত ১২টার পর কলকাতার দিক থেকে থেকে বালি হল্ট হয়ে বোম্বে রোড, দিল্লিরোডগামী কোনও বাস বা প্রাইভেট কার চলাচল বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।  এই সময় বাসগুলি নিবেদিতা সেতু হয়ে যাবে। তবে ব্রিজের অন্য লেন অর্থাৎ বালিখাল থেকে দক্ষিণেশ্বরের দিকে যাওয়ার রাস্তা খোলা থাকছে। বৃহস্পতিবার সকালে দেখা যায়, নিবেদিতা সেতু দিয়ে ডানকুনি ও সলপের বাস ধরার জন্য যাঁরা বালি হল্টে আসেন বা বালি মেইন স্টেশনে থেকে যাঁদের বালি হল্ট পর্যন্ত যেতে হয়, সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তাঁদের। কারণ, বাসগুলি নিবেদিতা সেতুর টোলপ্লাজা ছাড়িয়ে রাজচন্দ্রপুরের কাছে নামাচ্ছিল যাত্রীদের। প্রায় আড়াই কিলোমিটার হেঁটে যাত্রীদের বালি মেইন স্টেশনের রাস্তা ধরতে হচ্ছিল। বাধ্য হয়ে অনেকে রাস্তার রেলিং টপকে শর্টকাট পথ ধরার চেষ্টা করেন। পুলিস তাঁদের বাধা দিতে গেলে তুমুল বচসা বাধে। 
বেলুড়ের বাসিন্দা দীপক মাইতি আলমপুর কাজ করেন। তিনি বলেন, ‘দক্ষিণেশ্বরের দিক থেকে সমস্ত বাস বন্ধ। বালিতে কিছুই পাচ্ছিলাম না। ছুটির দিনে যদি এই পরিস্থিতি হয়, তাহলে আরও তিনদিন কী হবে!’ এক যাত্রী বললেন, ‘বালিখাল থেকে হাঁটছি। একটাও বাস নেই। পুলিসকে জিজ্ঞাসা করলে বলছে, টোল প্লাজা পর্যন্ত এভাবে হেঁটে যেতে হবে।’ সকাল থেকে এই ভোগান্তির কারণে ক্ষোভ বাড়ছে টের পেয়েই বিকল্প উপায় খোঁজা শুরু হয়। শেষে বালি হল্ট স্টেশনের কাছে নিবেদিতা সেতুর টোলের রাস্তার ধারে পাঁচিলের বেশ কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। সেখানেই বাস থেকে যাত্রীদের ওঠা-নামার ব্যবস্থা হয়। তাতে কিছুটা স্বাভাবিক হয় পরিস্থিতি। হাওড়া সিটি পুলিসের ডিসি (ট্রাফিক) সুজাতা কুমারী বীণাপাণি বলেন, ‘এই চারদিন এটাকেই অস্থায়ী বাসস্টপ করা হচ্ছে।’ 
এদিকে, অনেকে বালি ব্রিজ বন্ধ থাকার বিষয়টি জানতেন না বলে চারচাকা গাড়ি নিয়ে দক্ষিণেশ্বর পৌঁছেও আটকে যান। তবে ভোররাত থেকে পুলিসকর্মীরা সেই গাড়িগুলি ঘুরিয়ে নিবেদিতা সেতুর লেনে তুলে দেন। বাস, লরি ও প্রাইভেট কার বন্ধ থাকলেও অটো, ম্যাজিক ভ্যান চলতে দেওয়া হচ্ছে। ট্রেন বন্ধ থাকায় দমদম সহ অন্যান্য স্টেশনের বহু যাত্রীকে বাস বা অটো ধরে গন্তব্যে যেতে হয়েছে।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা