বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

এক সময়ের দোস্ত ইমদাদকে দুনিয়া থেকে সরিয়ে দিতেই গুলি চালিয়েছিল আরিয়ান

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: ভালো দোস্ত একদিন হয়ে যায় চরম দুশমান। তারপরই সেই দুশমনকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়। বারাকপুরের পাইপ রোডের সব্জি মহল্লায় শ্যুটআউট কাণ্ডে তদন্তে নেমে এই তথ্য পুলিসের হাতে এসেছে। তদন্ত নেমে পুলিস কর্তারা জানতে পেরেছেন, বছরখানেক আগে মহম্মদ ইমদাদ ও আরিয়ানের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। পরে ব্যক্তিগত রেষারেষির কারণে তা চরম শত্রুতায় গিয়ে পৌঁছয়। বেশ কয়েকবার দু’জনের মধ্যে ঝামেলা হয়। তাই ইমদাদকে ‘সবক’ শেখাতেই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষে আরিয়ান। বুধবার ভরদুপুরে তাকে হাতের নাগালে পেয়ে গুলি চালায় সে। যদিও ঘটনার পর আরিয়ান সহ তিনজন পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সোদপুর থেকে পুলিস তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের নাম আরিয়ান ওরফে শেখ কওশর, দীপক বাল্মীকি, কুলদীপ দাস ওরফে চুয়া। ইতিমধ্যেই গুলিবিদ্ধ ইমদাদ কলকাতায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ধৃত তিনজনকে বৃহস্পতিবার বারাকপুর আদালতে তোলা হলে বিচারক ১২ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিয়েছেন।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে আরিয়ান একজনকে মারতে যায়। ইমদাদ তাতে বাধা দিয়েছিলেন। এই ঘটনায় আরিয়ান আরও খেপে যায়। এক সময়ের ভালো বন্ধুই হয়ে ওঠে সব থেকে বড় শত্রু। এক সপ্তাহ আগেই আরিয়ানের মাকে ইমদাদ গালিগালাজ করেছিল বলে অভিযোগ। সেটাই কাল হল। এমনিতেই ইমদাদকে সবক শেখানোর ছক কষছিল। এরপরই ইমদাদকে দুনিয়া থেকে সরিয়ে ফেলার সে সিদ্ধান্ত নেয়। আর তাই, আরিয়ান নিজের গ্যাংয়ের মধ্যে দীপক এবং কুলদীপকে টানে। সাধারণত ইমদাদ দুপুরের দিকে বাইক নিয়ে বের হয়। আর ওই সময় রাস্তায় লোকজনও কম থাকে। কয়েক দিন ধরে বাড়ির কাছে থেকে আরিয়ান নজর রাখছিল। 
বুধবার ৩টে ২০ মিনিট নাগাদ সব্জি মহল্লার কাছে বিদ্যুৎ দপ্তরের পরিত্যক্ত বাড়ি থেকে ইমদাদ বাইক বের করতেই আরিয়ানরা ঘিরে গুলি চালায়। গুলি চালানোর পর তারা বিটি রোড ধরে সোদপুর স্টেশন হয়ে শিয়ালদা যাওয়ার ছক কষেছিল। তদন্ত নেমে পুলিস সিসি ক্যামেরার ফুটেজ দেখে সোদপুর থেকেই তিনজনকে গ্রেপ্তার করে। তারা ওয়ান শটার এবং ৭ এমএম ব্যবহার করেছে। হেফাজতে নিয়ে এই আগ্নেয়াস্ত্রের জোগান কারা দিয়েছিল, তা পুলিস জানার চেষ্টা চলছে।  নিজস্ব চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা