বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বাসন্তাতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ ভেঙে আহত কর্মী, ২ শিশু

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: আচমকা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অ্যাজবেস্টসের চাল ভেঙে আহত হল দুই শিশু। বৃহস্পতিবার বাসন্তী ব্লকের ভরতগড় অঞ্চলের ১৬৩ নম্বর সেন্টারে ঘটেছে এই ঘটনা। রান্নাঘরে এক অঙ্গনওয়াড়ি কর্মী রান্না করছিলেন। তখনই ওই চাল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। তিনি বেশ আহত হন। এছাড়া ঘরের সামনে থাকা দুই শিশুরও অল্প চোট লাগে। যদিও তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
জানা গিয়েছে, এক সময় নিজস্ব বাড়িতে চলত ওই কেন্দ্রটি। কিন্তু সেটি খারাপ হয়ে যাওয়ার ফলে তার পাশে একটি জায়গায় অস্থায়ীভাবে চলছিল সেটি। এদিকে বহুদিন সংস্কার না করার ফলে বেহাল হয়ে পড়েছিল ওই অস্থায়ী কেন্দ্রের রান্নাঘরের চাল। সেটিই ভেঙে পড়ে এদিন। এতে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁরা বলছেন, বহুবার এই কেন্দ্রটিকে ঠিক করার আবেদন করা হয়েছিল। কিন্তু কোনও কাজ হয়নি।এদিকে, খবর পেয়ে বাসন্তী ব্লক প্রশাসন এবং সিডিপিও ওই সেন্টার পরিদর্শন করেন। এই ঘটনা নিয়ে বিধায়ক শ্যামল মণ্ডল বলেন, কী ঘটেছে তা প্রশাসন তদন্ত করে দেখছে। সেই মতো প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। আপাতত অন্য কোথাও ওই সেন্টার সরানো যায় কি না, তা দেখছে প্রশাসন। -নিজস্ব চিত্র
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা