বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

মহেশতলার রায়পুরে জলাজমি ভরাট করে নির্মাণ, অভিযোগে সরব স্থানীয়রা
 

সংবাদদাতা, বজবজ: মহেশতলার ২৩ নম্বর ওয়ার্ডের রায়পুরে ছাই দিয়ে জলাজমি ভরাট করে বহুতল নির্মাণের ভিত তৈরি হয়েছে বলে বিতর্ক শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা মহেশতলা পুরসভায় অভিযোগ জানিয়েছেন। তারপর তৎপর হয়েছে প্রশাসন। ঘটনার সত্যতা যাচা‌ই করতে শুক্রবার পুরসভার বিল্ডিং বিভাগের ইঞ্জিনিয়াররা যাচ্ছেন। জমির চরিত্র, নির্মাণের নকশা বৈধ কি না সহ সবকিছু যাচাই করে রিপোর্ট দেবেন। তারপর পরবর্তী পদক্ষেপ নেবে পুর কর্তৃপক্ষ। পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তাপস হালদার বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। চেয়ারম্যান তদন্ত করতে বলেছেন। বেআইনি নির্মাণ হলে ব্যবস্থা নেওয়া হবে।’ পুরসভার কাছে নির্মাণ সংক্রান্ত অভিযোগে বলা হয়েছে, ‘প্রায় পাঁচ কাটা জমির উপর নির্মাণ হচ্ছে। নির্মাণস্থলের চারপাশ জলে থইথই করছে। ছাই দিয়ে বোজানোর চিহ্ন স্পষ্ট।’ নির্মাণকারী সংস্থার বক্তব্য, ‘তিন বছর আগে এই জমি দেখিয়ে মহেশতলা বিল্ডিং বিভাগ থেকে নকশা অনুমোদন করানো হয়। ফলে কোনও অবৈধ কাজ হচ্ছে না।’ তবে রায়পুরের বহু মানুষ একাধিক প্রশ্ন তুলেছেন। তাঁদের বক্তব্য, ‘তিন বছর আগে বিল্ডিং প্ল্যান করা হয়ে থাকলে তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। মেয়াদ বাড়াতে ফের আবেদন করতে হয়। সেই আবেদন কোথায়? তিনবছর পর এখন কেন ঢালাই হচ্ছে? যেখানে ঢালাই হয়েছে তার ভিতর জল থাকতে পারে। কিন্তু বাইরের অংশে জল কোথা থেকে এল? জলাশয় ভরাট না করলে এত জল থাকার কথা নয়।’ নির্মাণকারী সংস্থার কর্তা অরুণ ভূঁইয়ার দাবি, ‘বৈধ বিল্ডিং প্ল্যান হাতে নিয়ে নির্মাণ করছি। ভিত খননের সময় জল বেরিয়েছে। সেই জলই দেখতে পাচ্ছেন।’ চেয়ারম্যান দুলাল দাস বলেন, ‘টিম যাচ্ছে।’
17d ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা