বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ইস্ট বেঙ্গল

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ব্যাটল অব উইংস! এভাবেই চিহ্নিত হচ্ছে শুক্রবারের ইস্ট বেঙ্গল বনাম কেরল ব্লাস্টার্স ম্যাচ। আসলে দ্বৈরথটা যে দুই শিবিরের দু’জন উইং-হাফের। কেরল কোচের বড় ভরসা নোয়া সাদিউ। আর অস্কার ব্রুজোঁর তুরুপের তাস রিচার্ড সেলিস। গোয়ার বিরুদ্ধে টুকরো টাচে জাত চিনিয়েছেন ভেনেজুয়েলার এই ফুটবলার। যুবভারতীতে বিপক্ষের কড়া মার্কিং এড়ানো তাঁর বড় চ্যালেঞ্জ। বৃহস্পতিবার সকালে অনুশীলনের পর ফুরফুরে মেজাজেই দেখা গেল সেলিসকে। ভাষা সমস্যা প্রবল। তবে অনুরাগীদের গোলের আবদার বুঝতে অসুবিধা হয়নি। সকালের আলোয় চিকচিক করে ওঠা কানের দুলে হাত বুলিয়ে গাড়িতে বসলেন সেলিস। বছর কয়েক আগে ভারতীয় ফুটবলে ঝড় তুলেছিলেন তাঁরই দেশের স্ট্রাইকার মিকু। এবার সেলিসকে ঘিরেও ইস্ট বেঙ্গল সমর্থকদের প্রত্যাশা তুঙ্গে। অন্যদিকে, কেরল ঘুঁটি সাজাবে নোয়া সাদিউকে কেন্দ্র করে। প্রথম লেগে লালচুংনুঙ্গাকে প্রায় মাটি ধরিয়ে জাল কাঁপান কেরলের এই মরক্কান ফুটবলার। চলতি টুর্নামেন্টে সাতটি গোল করে আত্মবিশ্বাসে ফুটছেন নোয়া। তাঁকে রোখা লাল-হলুদ রক্ষণের অ্যাসিড টেস্ট। অস্কারের মন্তব্য, ‘হারানোর কিছু নেই। জিততেই হবে।’
আইএসএলে হারের হ্যাটট্রিকের পর মুষড়ে রয়েছেন ইস্ট বেঙ্গল সমর্থকরা। তার উপর একগাদা চোট-আঘাতে বিপর্যস্ত গোটা দল। তবে স্প্যানিশ কোচ হাল ছাড়তে নারাজ। সীমিত সামর্থ্য নিয়েও কেরলকে হারানোর পরিকল্পনা কষছেন তিনি। রাইট উইং ব্যাকে চোট পাওয়া রাকিপ বা লাকরা কবে ফিরবেন কেউই জানে না। অগতির গতি নন্দকুমারও লাল কার্ড দেখে বাইরে। অগত্যা নোয়াকে আটকাতে অস্কারের দাওয়াই জিকসন সিং, যিনি অতীতে কেরল ব্লাস্টার্সের হয়ে খেলেছেন। মরক্কান ফুটবলারের ইনসাইড, আউটসাইড ডজ আটকাতে ক্লোজ মার্কিংয়ের ভাবনা রয়েছে। পাশাপাশি কার্ড সমস্যা মিটিয়ে স্কোয়াডে ফিরবেন শৌভিক চক্রবর্তী। মাঝমাঠে আন্দ্রিয়ান লুনার মার্কার তিনি। স্প্যানিশ ডিফেন্ডার হেক্টর ইউস্তে আগের চেয়ে ফিট হলেও পুরো নব্বই মিনিট খেলার মতো জায়গায় নেই। আর আনোয়ারের মাঠে ফিরতে এখনও দুই সপ্তাহ অপেক্ষা করতে হবে।
সবমিলিয়ে বেশ বেকায়দায় অস্কার ব্রুজোঁ। কেরলের বিরুদ্ধে লক্ষ্যভেদের ক্ষেত্রে সেলিস ও দিয়ামানতাকোস জুড়ির উপর ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। পুরনো দলের বিরুদ্ধে জ্বলে উঠতে মরিয়া দিয়ামানতাকোস। গ্রিসের স্ট্রাইকার মোটেও ফর্মে নেই। অহেতুক হাত ছুড়ে ছন্দ নষ্ট করছেন। বলের কাছে পৌঁছতে পারছেন না। দলের অন্দরে জেসিন টিকেকে খেলানোর দাবি ক্রমশই মাথাচাড়া দিচ্ছে। তবে অস্কারের আশা দিয়ামানতাকোসই জাল কাঁপাবেন। স্প্যানিশ কোচের মন্তব্য, ‘কেরলের বিরুদ্ধে গোল পেতে দিয়ামানতাকোস মরিয়া। মিলিয়ে নেবেন, ও গোল পাবেই।’ 
আইএসএলে ১৬ ম্যাচে ইস্ট বেঙ্গলের ঝুলিতে মাত্র ১৪ পয়েন্ট। ঘরের মাঠে জয়ের দেখা পেতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড। পাশাপাশি কেরল ব্লাস্টার্সও খুব স্বস্তিতে নেই। ১৭ ম্যাচে তাদের সংগ্রহ ২১ পয়েন্ট। এখনও অবধি ২৭টি গোল হজম করেছে কেরলের রক্ষণ। প্রীতম কোটাল দল ছেড়েছেন। সোয়াপ ডিলে আসা বিকাশ ইউনামের চোট রয়েছে। কার্ড সমস্যায় নেই আইবানও। শুক্রবার প্রতিপক্ষের ভঙ্গুর ডিফেন্সের এই দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে বাজিমাতের আশায় লাল-হলুদ শিবির।

যুবভারতীতে ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। সরাসরি সম্প্রচার স্পোর্টস ১৮ চ্যানেলে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা