বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

চ্যাম্পিয়ন্স ট্রফিতে জোরদার নিরাপত্তা

লাহোর: দীর্ঘ ২৯ বছর পর পাকিস্তানে হচ্ছে আইসিসি’র টুর্নামেন্ট। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে কোনও খামতি রাখতে নারাজ পিসিবি। নবরূপে সেজে উঠছে তিনটি ভেন্যু। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা। সেই সঙ্গে বাড়তি জোর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থায়। আসলে কথায় আছে, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। ২০০৯ সালে পাক সফরে শ্রীলঙ্কার টিম বাসে জঙ্গি হামলা হয়েছিল। ক্রিকেটাররা কোনওরকমে প্রাণে বেঁচেছিলেন। তবে ওই ঘটনা পাকিস্তানের ক্রিকেটের পক্ষে ছিল বড় ধাক্কা। বিশ্ব ক্রিকেটের প্রায় সব দেশ নিরাপত্তার কারণে পাকিস্তান সফর বাতিল করে দেয়। পাকিস্তানের ক্রিকেট ভবিষ্যৎ প্রশ্নের মুখে পড়েছিল। রামিজ রাজা পিসিবি প্রেসিডেন্ট হওয়ার পর পুনরায় দেশের মাটিতে আন্তর্জাতিক সিরিজ শুরুর চেষ্টা করেন। তারপর একটার পর একটা দেশ ভয় কাটিয়ে পাকিস্তানে খেলতে যেতে শুরু করে। শেষ পর্যন্ত ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে ভারতের আপত্তিতে প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। টিম ইন্ডিয়া পাকিস্তানে খেলতে যাবে না। রোহিতরা খেলবেন দুবাইয়ে। এমনকী ভারত-পাক মহারণও হবে মরুশহরেই। শুধু তাই নয়, ভারত ফাইনালে উঠলে খেতাবি লড়াই দুবাইতে হবে। বাকি সব ম্যাচের ভেন্যু যথারীতি লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডি। তাই ভারত ছাড়া সব দেশই পাকিস্তানে যাবে। ২০০৯ সালের পুনরাবৃত্তি ঠেকাতে প্রায় ১৭ হাজার নিরাপত্তারক্ষী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। স্টেডিয়াম, প্র্যাকটিস গ্রাউন্ড ছাড়াও টিম হোটেলগুলিকে কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 
উল্লেখ্য, ১৯৯৬ সালে পাকিস্তানে শেষবার হয়েছিল বিশ্বকাপের ম্যাচ। ২০১১ সালে যৌথভাবে বিশ্বকাপের দায়িত্ব পেলেও নিরাপত্তার কারণে তা হাতছাড়া হয় পিসিবি’র। এমনকী, এশিয়া কাপও হাইব্রিড মডেলে করতে হয়েছিল তাদের। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি সফলভাবে আয়োজন করে ক্রিকেট বিশ্বের কাছে পাকিস্তান এই বার্তা দিতে চায় যে, তাদের ভূখণ্ড খেলোয়াড়দের জন্য সুরক্ষিত। তবে কথায় বলে, না আঁচালে বিশ্বাস নেই। ১৯ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরু। ফাইনাল ৯ মার্চ।
17d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে সাফল্য ও খ্যাতি লাভের যোগ। ব্যবসা ভালো হবে। হস্তশিল্পীদের উপার্জন বৃদ্ধি পাবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
9th     February,   2025
দিন পঞ্জিকা