বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

গিল সহ-অধিনায়ক হওয়ায় খুশি অশ্বিন

নয়াদিল্লি: আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ-অধিনায়ক শুভমান গিল। তরুণ তুর্কিকে ভবিষ্যতের নেতা হিসেবে তৈরির সিদ্ধান্তে খুশি রবিচন্দ্রন অশ্বিন। ইউটিউব চ্যানেলে প্রাক্তন ভারতীয় স্পিনার বলেন, ‘গিলকে ভাইস-ক্যাপ্টেন করাটা বোর্ডের দূরদর্শী ভাবনা। শেষ সিরিজেও ও এই দায়িত্ব সামলেছিল। বিরাট কোহলি, রোহিত শর্মাদের সান্নিধ্যে ওকে ভবিষ্যতের জন্য তৈরি করা উচিত।’
আগামী ১৯ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফির ঢাকে কাঠি পড়ছে। মেগা আসরে ভারতকে অন্যতম ফেভারিট মানছেন বিশেষজ্ঞরা। তবে অশ্বিনের মত, বাঁ হাতি ব্যাটারের অভাব ভোগাতে পারে টিম ইন্ডিয়াকে। তিনি বলেন, ‘২০২৩ বিশ্বকাপের সঙ্গে এই স্কোয়াডের অনেক মিল পাচ্ছি। রোহিত ও শুভমান ওপেন করবে। দু’জনেই ডান হাতি। তারপর তিনে বিরাট। গত ওডিআই বিশ্বকাপের পারফরম্যান্স ও সাম্প্রতিক ফর্মের নিরিখে শ্রেয়সকে বাদ দেওয়া কঠিন। আশা করি ও চারে খেলবে। পাঁচে লোকেশ রাহুল। ফলে ডান হাতি-বাঁ হাতি কম্বিনেশন হচ্ছে না। ছয়ে অবশ্য বাঁহাতি জাদেজা বা অক্ষর খেলবে। সাতে হার্দিক।’ তাঁর সংযোজন, ‘স্কোয়াডেঅবশ্য বাঁ হাতি যশস্বী ও ঋষভ রয়েছে। তবে প্রথম একাদশে শুরুর দিকে ওদের জায়গা নাও হতে পারে। তবে যশস্বী ভালো ফর্মে আছে। কেউ চোট পেলে ওকে প্রথম একাদশে সুযোগ দেওয়া উচিত।’ পাশাপাশি অশ্বিন মনে করছেন, লোয়ার অর্ডারে ভারতের ব্যাটিং দুর্বল। তাঁর কথায়, ‘২০২৩ বিশ্বকাপের মতো এবারও একই সমস্যা হতে পারে। অবশ্য ব্যাটিংয়ের জন্য ওয়াশিংটন সুন্দরকে খুব পছন্দ গম্ভীরের। তাকে আট নম্বরে খেলানো হতে পারে। নয়ে কুলদীপ। তাহলে তিন স্পিনার হয়ে হয়ে যাবে। আর দু’জন স্পেশালিস্ট পেসার খেলানোর সুযোগ থাকবে। তাই আমার মতে,  নীতীশ রেড্ডিকে দলে নিলে ভারসাম্য বাড়ত। 
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা