বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

ব্যর্থ ঋষভ, গিল, যশস্বীও

মুম্বই: রোহিত শর্মার শনির দশা কিছুতেই কাটছে না। দীর্ঘ ১০ বছর পর রনজি ট্রফিতে খেলতে নেমে ভারতীয় অধিনায়কের সংগ্রহ মাত্র ৩ রান। জম্মু ও কাশ্মীরের তরুণ পেসার ওমর নাজিরের গতিতে পরাস্ত হয়ে কভারে তালুবন্দি হন হিটম্যান। একই অবস্থা তাঁর নেতৃত্বাধীন টেস্ট দলে থাকা বাকি ব্যাটসম্যানদেরও। মুম্বইয়ের হয়ে রোহিতের সঙ্গে ওপেন করতে নামা যশস্বী জয়সওয়াল করলেন ৪। দিল্লির জার্সিতে হতাশ করলেন ঋষভ পন্থও। ২০১৭-১৮ মরশুমের পর প্রথমবার রনজি খেলতে নেমেছিলেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে তাঁর ব্যাট থেকে ১ রানের বেশি আসেনি। আর পাঞ্জাবের হয়ে শুভমান গিলের অবদান ৪। সারকথা, ভারতীয় টেস্ট স্কোয়াডের চার টপ-অর্ডার ব্যাটারের একজনও পাঁচের গণ্ডি টপকাতে পারেননি ঘরোয়া ক্রিকেটে। ঠেলায় পড়ে রনজি খেলতে নামা তারকাদের এই ঢালাও ব্যর্থতা সত্যিই উদ্বেগের।
রোহিত শর্মার ক্রিকেট ঠিকুজিতে ‘৩’ সংখ্যাটা ক্রমশ অশুভ হয়ে দাঁড়াচ্ছে। শেষ অস্ট্রেলিয়া সফরে দু’বার তিন রান করে আউট হয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধেও তাঁর স্কোর ৩। আর বর্ডার-গাভাসকর ট্রফিতে ৩ ম্যাচে সাকুল্যে তিনি করেছিলেন ৩১। অর্থাৎ, সেখানেও ৩-এর উপস্থিতি। রনজিতেও সেই একই সংখ্যার গেরোয় আটকা পড়লেন হিটম্যান। ফর্মে ছিলেন না বলে অজিদের বিরুদ্ধে শেষ টেস্টে ডাগ-আউটে বসার সিদ্ধান্ত নেন অধিনায়ক। তারপর ঘোর অনিশ্চয়তায় ঢেকে যায় তাঁর ক্রিকেট ভবিষ্যত্। তাই দীর্ঘ ১০ বছর পর রনজিতে নামার সিদ্ধান্ত নেন। কিন্তু বৃহস্পতিবারও তাঁকে ছন্দের ধারেকাছে পাওয়া গেল না। ১৯ বল খেলার পরও তরুণ পেসারের গতিতে পরাস্ত হলেন। তাঁর আউটের ধরন দেখে সোশ্যাল মিডিয়ায় একজন মজা করে লিখেছেন, ‘রোহিত বোধহয় তরুণদের সুযোগ করে দিতেই আগেভাগে এভাবে আউট হলেন।’ আর চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকা শ্রেয়সের সংগ্রহ ১১। মুম্বই অধিনায়ক অজিঙ্কা রাহানের ব্যাট থেকেও ১২ রানের বেশি আসেনি। তার জেরে প্রথম ইনিংসে ১২০ রানে অলআউট মুম্বই। জবাবে প্রথম দিনের শেষে জম্মু ও কাশ্মীরের সংগ্রহ ৭ উইকেটে ১৭৪।
অবশ্য সৌরাষ্ট্রের হয়ে ঝলমলে পারফরম্যান্স মেলে ধরেছেন রবীন্দ্র জাদেজা। দিল্লির বিরুদ্ধে একাই পাঁচ উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার।
5h 5m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা