বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
খেলা

রঞ্জিতে ফিরেও ব্যর্থ হিটম্যান! নিজের ‘ফেভারিট’ পুল শটেই আটকে গেলেন রোহিত

মুম্বই, ২৩ জানুয়ারি: সময়টা মোটেই ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার। বর্ডার গাভাস্কার ট্রফিতে জঘন্য পারফরম্যান্সের পরেই ভারতীয় তারকা ব্যাটারদের রঞ্জি খেলতে নামার শমন পাঠিয়েছিল বোর্ড। সেই মতো আজ, বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে মাঠে নেমেছিল মুম্বই। ওপেনিংয়েই ছিলেন রোহিত শর্মা। সবার নজর আজ ছিল তাঁরই দিকে। কিন্তু প্রায় ১০ বছর পর রঞ্জি খেলতে নেমে হতাশ করলেন ‘হিটম্যান’।
এদিন টসে জিতে মুম্বইয়ের বিকেসি-র পিচে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। সকলেরই নজর ছিল ওপেনিংয়ে নামা রোহিত ও যশস্বী জয়সওয়ালের দিকে। কিন্তু ব্যর্থতার চেনা ছবিই ফের একবার ধরা পড়ল। শুরুতেই মাত্র একটি ৪ মেরে এলবিডব্লিউ হন জয়সওয়াল। রোহিত ধীর স্থির শুরু করলেও কাজের কাজ হয়নি। ১৯ বলে ৩ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
রোহিতের এই ১৯ বলের ইনিংসে তাঁকে মোটেই সাবলীল ভঙ্গিতে দেখা যায়নি। এমনকী নিজের পছন্দের পুল শট খেলতে গিয়েই আউট হন ভারতীয় দলের অধিনায়ক। জম্মু ও কাশ্মীরের উমর নাজিরের বলে পুল শট করতে গিয়ে আটকে যান তিনি। হাফ খেলা শটের জেরে বল ব্যাটের কানায় লেগে সোজা উপরে উঠে যায় ও সহজ ক্যাচ ধরেন পারস ডোগরা। প্যাভিলিয়নে ফিরতে হয় রোহিতকে।
প্রসঙ্গত, গত কয়েক মাস ধরে বড় ইনিংস খেলতে পারছেন না ৩৭ বছরের রোহিত শর্মা। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে শোচনীয় পরাজয়ের পর সমালোচনার মুখে পড়েছেন তিনি। তাঁর নিজের ব্যাটে রান না থাকা হারের অন্যতম কারণ বলেও তোপ দাগছেন সমালোচকরা। এমন পরিস্থিতিতে ফের রঞ্জিতে ব্যর্থ হওয়ায় আরও চাপ বাড়ল হিটম্যানের জন্য।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সৃষ্টিশীল কাজকর্মে উন্নতি হবে।  কর্মক্ষেত্রে কোনও সুখবর পেতে পারেন। বিশেষ কোনও কারণে মানসিক অস্থিরতা থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৮৮ টাকা৮৭.৬২ টাকা
পাউন্ড১০৭.৩৮ টাকা ১১১.১৫ টাকা
ইউরো৮৯.৩৬ টাকা৯২.৭৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
16th     February,   2025
দিন পঞ্জিকা