বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

আজ থেকে রাজ্যজুড়ে  ‘দুয়ারে সরকার’

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ, শুক্রবার থেকে রাজ্যজুড়ে নবম পর্যায়ের ‘দুয়ারে সরকার’ কর্মসূচি শুরু হচ্ছে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত এর বিশেষ শিবিরগুলি (ভ্রাম্যমাণসহ) থেকে মোট ৩৭ ধরনের সরকারি পরিষেবা পাবেন সাধারণ মানুষ। প্রত্যন্ত এলাকার মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনে বাড়িতে বাড়িতেও সরকারি কর্মীদের পৌঁছনোর নির্দেশ দেওয়া হয়ছে। এই কর্মসূচির প্রস্তুতি নিয়ে বুধবার উত্তরবঙ্গ থেকে জেলাশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেন মুখ্যসচিব মনোজ পন্থ। ওই বৈঠক থেকে একগুচ্ছ নির্দেশ জারি করা হয়েছে। 
নির্দেশ রয়েছে—সরকারি পরিষেবা গ্রহণের আবেদন করার ফর্ম পর্যাপ্ত সংখ্যায় নিয়ে যেতে হবে। সাধারণ মানুষের প্রয়োজনে শিবিরে রাখা হবে জেরক্স মেশিন। সেখানে থাকবেন ফর্ম পূরণে সহায়ক লোকজনও। সমস্ত আবেদন নিষ্পত্তির সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৮ ফেব্রুয়ারি। রবিবার ছাড়া, সাধারণভাবে বাকি দিনগুলিতে এই শিবির চলবে। তবে স্থানীয় ভিত্তিতে প্রয়োজনে ছুটির দিনেও শিবির করা যেতে পারে। জানিয়ে দিয়েছে নবান্ন। 
রাজ্যে দুয়ারে সরকার কর্মসূচির শুরু ২০২০ সালের ডিসেম্বরে। এখনও পর্যন্ত আটটি কর্মসূচি মারফত ৬ লক্ষ ৮৮ হাজার শিবির হয়েছে। সেগুলি থেকে সর্বমোট ৮ কোটি ৮২ লক্ষ পরিষেবা পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর কাছে। 
এবার প্রদেয় পরিষেবাগুলির মধ্যে উল্লেখযোগ্য লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কৃষকবন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী প্রভৃতি। বিধবাভাতা, বয়স্কভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কিষান ক্রেডিট কার্ড এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্যও আবেদন করা যাবে। কৃষিজমির মিউটেশনসহ জমির রেকর্ডে ছোটখাট সংশোধন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং আধার সংক্রান্ত পরিষেবাও মিলবে।
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা