বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

বাংলার বাড়ি তৈরিতে নিয়োগ করা হবে জবকার্ড হোল্ডারদের, কাজ পাবেন প্রায় দেড় লক্ষ শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাংলার বাড়ি তৈরি করতে এবার নিয়োগ করা হবে জবকার্ড হোল্ডারদের। কর্মশ্রী প্রকল্পের আওতায় থাকা জবকার্ড হোল্ডাররা এই বাড়িগুলিও তৈরি করবেন। দক্ষিণ ২৪ পরগনায় আপাতত ১ লক্ষ ৪১ হাজার বাংলার বাড়ি তৈরির অনুমোদন মিলেছে। ঠিক হয়েছে, প্রতিটি বাড়ি পিছু একজন জবকার্ড হোল্ডারকে শ্রমিক হিসেবে ব্যবহার করা হবে। এই জেলায় দুই লক্ষাধিক জব কার্ড হোল্ডার রয়েছে। তবে পরিবার পিছু একজনকেই এই কাজ দেওয়া হবে বলে পঞ্চায়েত দপ্তর থেকে জানানো হয়েছে। সেই মতো কারা কাজ পাবেন, তার তালিকা বানাবে ব্লক প্রশাসন। এর ফলে রাজ্যে কর্মদিবস সৃষ্টি হবে এবং ওই জবকার্ড হোল্ডাররা বাড়তি উপার্জনও করতে পারবেন। দক্ষিণ ২৪ পরগনায় বাংলার বাড়ি তৈরির কাজ দ্রুত শুরু করে দিতে নির্দেশ দিয়েছে প্রশাসন। এর আগে পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণের কাজের ক্ষেত্রেও এই জবকার্ড হোল্ডারদের নিযুক্ত করার নির্দেশ দিয়েছিল সরকার। আধিকারিকদের বক্তব্য, কেন্দ্র ১০০ দিনের কাজ বন্ধ করে দেওয়ার ফলে গ্রামের বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছিলেন। তাঁদের কাজ দিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কর্মশ্রী নামক প্রকল্প চালু করেন। এর মাধ্যমে পঞ্চাশ দিন পর্যন্ত একজন কাজ পাবেন। বিভিন্ন দপ্তর থেকে তাঁদের কাজ দেওয়া হচ্ছে। আর তার মধ্যে নতুন সংযোজন হল বাংলার বাড়ি প্রকল্পের গৃহ নির্মাণ। এদিকে, এই জেলায় ১ লক্ষ ৩০ হাজার উপভোক্তার অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা চলে গিয়েছে। বাকি ১১ হাজার জনের ক্ষেত্রেও প্রক্রিয়া শুরু হয়েছে। শীঘ্রই টাকা পেয়ে যাবেন তাঁরাও। পাশাপাশি ভূমিহীনদের জায়গা দেওয়ার ব্যাপারেও কাজ চলছে বলে খবর। 
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা