বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের তথ্য সংরক্ষিত হবে রাজ্যের ডেটা সেন্টারে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের  যাবতীয় ‘ডেটা’ বা তথ্য রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারে সংরক্ষণ করা হবে। এতদিন দিল্লির জাতীয় ডেটা সেন্টারে এই প্রকল্পের সমস্ত তথ্য সংরক্ষণ করা হতো। সেই ব্যবস্থার পরিবর্তন করা হচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। সরকারি সূত্রের খবর, আগামী দিনে রাজ্য সরকারের নিজস্ব খরচে যে সব প্রকল্প চলে, সেগুলির ডেটা রাজ্যের নিজস্ব ‘ওয়েষ্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার’এ সংরক্ষণ করা হবে। কৃষকবন্ধু, আবাস, কন্যাশ্রী সহ বেশ কয়েকটি  সামাজিক প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের টাকায় চলে। 
তথ্য স্থানান্তর করলেও আগের সব তথ্যের ‘ব্যাক আপ’ জাতীয় ডেটা সেন্টারে রাখতে হবে। এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে ১০ ফেব্রুয়ারি বেলা ১২টা পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের পোর্টালটি ব্যবহার করা যাবে না। শুধু সুবিধাপ্রাপকরা ওই সময়ে তাঁদের এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন বলে অর্থদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অন্তর্বর্তী সময়ে সুবিধা প্রাপকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন, তার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। অন্তর্বর্তী সময়ে রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পটি কীভাবে চলবে সে ব্যাপারে বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সুবিধা প্রাপক ও চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি যাতে এই সময়ে অসুবিধায় না পড়ে, তার জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হয়েছে। 
সংশ্লিষ্ট সব পক্ষের কাছে সেই এসওপি পাঠিয়ে দিয়েছে অর্থদপ্তর। সুবিধা প্রাপক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি পোর্টাল খুলে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাবেন। ওই নির্দিষ্ট সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে রিলিজ হওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হবে না বলে জানানো হয়েছে। 
16d ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা