বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

পুলিসের বার্ষিক স্পোর্টসে টাকা খরচে অনিয়ম? সমস্ত ইউনিটের কাছে হিসেব চাইল ডিরেক্টরেট

শুভ্র চট্টোপাধ্যায়, কলকাতা: ২০২৪-২৫ সালে রাজ্য পুলিসের বিভিন্ন ব্যাটালিয়ন ও ইউনিটে স্পোর্টস বাবদ কত খরচ হয়েছে, তার হিসেব চাইল পুলিস ডিরেক্টরেট।  রীতিমতো নির্দেশিকা জারি করে ওই হিসেব জমা দিতে বলা হয়েছে। সূত্রের খবর, এই খাতের টাকা খরচে অনিয়মের অভিযোগ ওঠায় এমন কড়া সিদ্ধান্তের পথে হাঁটল পুলিস ডিরেক্টরেট। জমা পড়া হিসেবে কোথাও গরমিল ধরা পড়লে  সংশ্লিষ্ট ইউনিটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও ইঙ্গিত মিলেছে।
রাজ্য পুলিসের বিভিন্ন ইউনিটে প্রতি বছর স্পোর্টসের আয়োজন করা হয়। এর জন্য পুলিসকর্মীদের বেতন থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা কাটা হয়। বিভিন্ন ইউনিট ও ব্যাটালিয়ন থেকে সংগৃহীত টাকা জমা পড়ে পুলিস ডিরেক্টরেটে। মোট টাকার ২৫ শতাংশ বিভিন্ন ইউনিটে পাঠানো হয় স্পোর্টসের জন্য। অভিযোগ সিংহভাগ ব্যাটালিয়ন ও ইউনিটে  নির্দিষ্ট টাকার বাইরে আরও টাকা নেওয়া হয়েছে। রাজ্য পুলিসের ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত পুলিস ডিরেক্টরেটে অভিযোগ করেন, এসআইদের কাছে ১৭০০, এএসআই ও কনস্টেবলদের কাছ থেকে যথাক্রমে ১২০০ ও ৬০০ টাকা করে বাড়তি নেওয়া হয়েছে। বাদ নেই সিভিক সহ পুলিসের অন্যান্য কর্মীরাও। আরও অভিযোগ, পুলিস ডিরেক্টরেট থেকে পাঠানো টাকার একটা বড় অংশ খরচই হয়নি। খাতায়কলমে যত মানুষের উপস্থিতি দেখানো হয়েছে, বাস্তবে তা ছিল না। বিভিন্ন জিনিসপত্র কেনাকাটায় বিপুল খরচ দেখানো হয়েছে। এমনকী, পুলিসকর্মীদের থেকে বাড়তি যে টাকা অনৈতিকভাবে নেওয়া হয়েছে বলে অভিযোগ, সেই টাকাও স্পোর্টসের কাজে লাগানো হয়নি।  পুলিসকর্তারাও বুঝতে  পারেন, টাকা খরচের ক্ষেত্রে অনিয়ম হয়েছে। কী ধরনের অনিয়ম হয়েছে, তা খুঁজে বার করতেই সমস্ত ব্যাটালিয়ন, ইউনিটকে হিসেব দিতে বলা হয়েছে। বিভিন্ন পদমর্যাদার পুলিসকর্মীর কাছ থেকে নিয়ম মেনে কত টাকা কাটা হয়েছে, কত টাকা পুলিস ডিরেক্টরেট থেকে সংশ্লিষ্ট ইউনিট পেয়েছে এবং কত টাকা স্পোর্টসে খরচ হয়েছে, তার পূর্ণাঙ্গ নথি জমা দিতে হবে। সব হিসেব খতিয়ে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
4h 4m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মনোরম স্থানে সপরিবারে ভ্রমণ ও আনন্দ উপভোগ। সম্পত্তি সংরক্ষণে সচেষ্ট না হলে পরে ঝামেলায় পড়তে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৩ টাকা৮৭.১২ টাকা
পাউন্ড১০৫.০৩ টাকা১০৭.৯৩ টাকা
ইউরো৮৮.৬২ টাকা৯১.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা