বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
রাজ্য

লাগাতার কেন্দ্রের বঞ্চনাই উত্তরবঙ্গে বিজেপির   পায়ের মাটি সরিয়ে দিয়েছে, মত আম জনতার

প্রীতেশ বসু, আলিপুরদুয়ার: কেন্দ্র আবাসের টাকা দেয়নি। তার বদলে রাজ্য দিয়েছে ‘বাংলার বাড়ি’। ১০০ দিনের কাজে বাংলাকে ধারাবাহিক বঞ্চনা করে চলেছে মোদি সরকার। ‘কর্মশ্রী’ প্রকল্পের মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিকল্প ব্যবস্থা করেছে। ভোট মিটতেই চা বাগান সংক্রান্ত প্রতিশ্রুতি ভুলেছে বিজেপি। সেই জায়গায় সাফল্যের সঙ্গে চলছে চা শ্রমিকদের জন্য রাজ্যের প্রকল্প ‘চা সুন্দরী’। উত্তরবঙ্গ উন্নয়ন খাতে বরাদ্দ বাম আমলের ৬৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ৮৬১ কোটি করা হয়েছে। মুখ্যমন্ত্রী সশরীরে বারবার ছুটে গিয়েছেন উত্তরবঙ্গে। উল্টোদিকে বিজেপি ধরে রয়েছে বাংলা ভাগের জিগির। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নে রাজ্য ও কেন্দ্রের ভূমিকা নিয়ে তুলনামূলক এই চর্চাই বলে দিচ্ছে, মানুষ কী চাইছে! ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কী হতে পারে, জানতে চাইলেই গেরুয়া শিবিরের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে এসব কথাই বলছেন মালদহ থেকে আলিপুরদুয়ার—উত্তরবঙ্গের বিস্তীর্ণ অংশের সাধারণ মানুষ। তাঁদের দাবি, বিজেপি কথা দিয়ে কথা রাখে না। রাজ্যের ন্যায্য প্রাপ্য আটকে রেখে ভাতে মারার চেষ্টা করেছে। 
২০২১-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ৫৪টি আসনের মধ্যে ২৭টিতে জয়ী হয়েছিল তৃণমূল। পরবর্তীকালে আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল সহ একাধিক বিজেপি বিধায়ক যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। মালদহের বাসিন্দা অনিমেষ দত্ত বলেন, ‘এই মুহূর্তে ভোট হলে উত্তরবঙ্গেও বিজেপি গোহারা হারবে। ১৫টি আসন জুটবে কি না, যথেষ্ট সংশয় আছে। এর একমাত্র কারণ রাজ্যের প্রতি বিজেপি সরকারের বঞ্চনা।’ একই কথা বলছেন আলিপুরদুয়ার জেলার ছোট শালকুমারের বাসিন্দা শান্তি ওঁরাও। তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ। দীর্ঘদিন ধরে আবাসের টাকার জন্য অপেক্ষা করেছি। মোদিতো মিটিং করে চলে গেলেন। কিছুই দিলেন না। দিদি আমাদের বাড়ি তৈরির টাকা দিয়েছেন।’ বিধানসভা ভোটে উত্তরবঙ্গের ফলাফল কেমন হতে পারে? শান্তির দাবি, তিনি রাজনীতি বোঝেন না। কিন্তু একমাত্র ‘দিদি’ ই তাঁর মতো গরিব মানুষের পাশে দাঁড়িয়েছেন। ওই এলাকারই বাসিন্দা দীপালি বিশ্বাস, প্রাণকৃষ্ণ মণ্ডলদেরও একই মত। ফলাফল কেমন হবে, তার একটা আঁচ গত লোকসভা এবং উপ নির্বাচনগুলিতেই স্পষ্ট হয়ে গিয়েছে বলেও মনে করছেন তাঁরা। 
এ বিষয়ে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বলেন, ‘আমরা তো অনেকদিন ধরেই বলে আসছি, বিজেপি যে তাদের বোকা বানিয়েছে, উত্তরবঙ্গের মানুষ তা বুঝে গিয়েছে। এখন মানুষ সেই কথা মুখ ফুটে বলছেনও। এর প্রতিফলন অবশ্যই পাওয়া যাবে ২০২৬-এর ভোটে।’ তবে উত্তরবঙ্গের বিজেপির নেতাদের অবশ্য দাবি, রাজ্যের গাফিলতির কারণেই কেন্দ্র আবাস, ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। মানুষ এটা বোঝে। তাই সমর্থন পাবেন তাঁরাই। 
5h 5m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা