বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বিদ্যুৎ দপ্তরের পরিত্যক্ত অফিস কাজে লাগাতে চায় বারাকপুর কমিশনারেট

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিদ্যুৎ দপ্তরের পরিত্যক্ত অফিস সমাজবিরোধীদের আঁতুড় ঘর হয়ে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সব্জি মহল্লার বাসিন্দারা জানালেন, বারবার বলেছি এই অফিস বাড়িটাকে কোনওভাবে ব্যবহার করা হোক। এখানে গাঁজা, মদ খাওয়া এবং সমাজবিরোধীদের আড্ডার স্থল হয়ে দাঁড়িয়েছে। সন্ধ্যার পর বহিরাগত ছেলেরা ভিড় করে। বুধবার সেখানেই চলে শ্যুটআউটের ঘটনা। স্থানীয় কাউন্সিলার তপন দে জানিয়েছেন, ক্যান্টনমেন্ট বোর্ডকে বেশ কয়েকবার চিঠি দিয়েছি। তাতেও কোনও লাভ হয়নি। ডিসি সেন্ট্রাল ইন্দ্রবদন ঝা জানিয়েছেন, পুলিসকে ওই জায়গা দিয়ে দেওয়ার জন্য ক্যান্টনমেন্ট বোর্ডের কাছে আবেদন করা হবে। 
বারাকপুর কোর্টের ঠিক উল্টো দিকে রাস্তা ধরে কিছুটা হেঁটে গেলেই বিদ্যুৎ বণ্টন কোম্পানি লিমিটেডের পরিত্যক্ত জায়গা। বছর চারেক ধরে তা খালি পড়ে রয়েছে। আধো অন্ধকার ওই জায়গা এখন দুষ্কৃতীদের আড্ডাস্থল হয়ে দাঁড়িয়েছে। এলাকার প্রবীণ এক বাসিন্দা বলেন, এই জায়গায় যে কোনও সময় বড় কোনও ঘটনা ঘটে যেতে পারে, আমরা সেটা আশঙ্কা করতাম, বুধবার সেটাই হল। সন্ধ্যার পর থেকে এখানে বাইরের ছেলেদের ভিড় থাকে। গাঁজা, মদের ঠেক চলে। একই কথা বললেন উল্টো দিকের দোকানদাররা। তাঁরা বলেন, আমরা সন্ধ্যার পরে দোকান বন্ধ করে চলে যাই, তারপর এলাকাটা সমাজবিরোধীদের মুক্তাঞ্চল হয়ে দাঁড়ায়। 
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলার বলেন, চার বছর ধরে বারবার বলা হয়েছে, ওই জায়গাটা ক্যান্টনমেন্ট বোর্ড ব্যবহার করুক। কিন্তু তা না করায় বুধবার ভরদুপুরে এই ঘটনা ঘটে গেল। ক্যান্টনমেন্ট বোর্ড সূত্রে জানা গিয়েছে, বিষয়টি দেখা হচ্ছে। বাড়িটি তারা ছেড়ে দিয়েছে বলে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে। ফলে তাদের আর কোনও দায় নেই। অবশ্য ডিসি সেন্ট্রাল বলেছেন, আমরা আবেদন করব, ওই জায়গাটা আমাদের দেওয়া হোক। পুলিস কমিশনারেটের অনেক অফিস করা দরকার। প্রসঙ্গত উল্লেখ্য, ওই জায়গা থেকে কয়েক পা হেঁটে বারাকপুর মহকুমা আদালত, সাইবার পুলিস থানা, ডিসি ট্রাফিকের অফিস রয়েছে।
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা