বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
কলকাতা

বলিউড অভিনেত্রী জারিনের বিরুদ্ধে এফআইআর খারিজ করল হাইকোর্ট

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চুক্তিভঙ্গের অভিযোগে প্রখ্যাত বলিউড অভিনেত্রী জারিন খানের বিরুদ্ধে ছ’বছর আগে দায়ের হওয়া একটি মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ২০১৮ সালে একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর যোগ দেওয়ার কথা ছিল। অভিযোগ, সাড়ে ১২ লক্ষ টাকা নিয়েও কলকাতা ও উত্তর ২৪ পরগনার কালীপুজোর ছ’টি অনুষ্ঠানে আসেননি জারিন খান। এমনকী ওই টাকা অভিনেত্রী ফেরতও দেননি। একটি প্রচারমূলক ভিডিওতে অভিনেত্রীকে বলতে শোনা যায়, ‘নমস্তে, ম্যায় হুঁ জারিন খান। ম্যায় আ রহি হুঁ, আপকে শহর কলকাতা, ৫ নভেম্বর, কালীপূজা কি প্যান্ডালও মে।’ কিন্তু তিনি সেই কথা রাখেননি।  
ফিনিক্স ট্যালেন্ট ম্যানেজমেন্ট নামে একটি সংস্থা ওই প্যান্ডেলগুলিতে জারিনকে নিয়ে আসার চুক্তি করে। সংস্থার মালিক মালিক বিশাল গুপ্তর অভিযোগ, পুজো প্যান্ডেলগুলিতে আসার জন্য অগ্রিম হিসেবে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন জারিন। কিন্তু তিনি সেগুলিতে না-আসায় ওই সংস্থার মোট ৪২ লক্ষ টাকা ক্ষতি হয়! 
এই প্রেক্ষিতে ওইবছর ১৬ নভেম্বর অভিনেত্রীর বিরুদ্ধে নারকেলডাঙা থানায় ট্যালেন্ট ম্যানেজমেন্ট সংস্থার তরফে একটি অভিযোগ দায়ের করা হয়। ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অভিযোগ, টাকা ফেরত চাইলে আন্ডারওয়ার্ল্ডকে দিয়ে তাঁদের খুনের হুমকি পর্যন্ত দেন অভিনেত্রী! এজন্য ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা, ৪০৬ ধারায় প্রতিশ্রুতি ভঙ্গ, ৫০৬ ধারায় ভীতি প্রদর্শন এবং ১২০বি ধারায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে ওই বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে শিয়ালদহ আদালতে একটি মামলা দায়ের হয়। 
ওইবছর ১১ ডিসেম্বর শিয়ালদহ আদালত থেকে জামিন পান জারিন। তাঁকে তদন্তে সহযোগিতার নির্দেশ দেয় নিম্ন আদালত। পরবর্তীকালে ওই এফআইআর খারিজের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হন জারিন খান। ইতিমধ্যে, ২০২৩ সালে নারকেলডাঙা থানার পুলিস শিয়ালদহ আদালতে চার্জশিট পেশ করে। বুধবার বিচারপতি বিভাসরঞ্জন দে’র সিঙ্গল বেঞ্চে ছিল জারিনের দায়ের করা মামলার শুনানি। বিচারপতি সব পক্ষের সওয়াল জবাব শোনার পর জারিনের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরটি খারিজ করে দেন। পর্যবেক্ষণে বিচারপতি জানান, প্রতিশ্রুতি ও চুক্তি ভঙ্গের জন্য এই ব্যাপারে দেওয়ানি আদালতে একটি মামলা বকেয়া রয়েছে, বিষয়টির নিষ্পত্তি হবে সেখানেই। - ফাইল চিত্র
5h 5m ago
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা