বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

হেলমেটহীন বাইক আরোহীকে মিষ্টিমুখ খড়গ্রামে

সংবাদদাতা, কান্দি: বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিবসে খড়গ্রামের জয়পুর গ্রামে হেলমেটহীন বাইক আরোহীদের গোলাপ দিয়ে অভ্যর্থনা জানানো হল। পুলিসের পক্ষ থেকে তাঁদের মিষ্টিমুখও করানো হয়। এদিন সেখানে খড়গ্রাম থানার ওসি সুরজিৎ হালদার, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত প্রমুখ এভাবেই বাইক আরোহীদের সতর্ক করেন।
সকাল সাড়ে ১০টা নাগাদ শেরপুর-বিষ্ণুপুর রাজ্য সড়কে ওই গ্রামের কাছে পুলিস ও বিধায়ক হঠাৎই এই কর্মসূচি শুরু করেন। প্রায় একঘণ্টা এই কর্মসূচি চলে। এদিন শতাধিক হেলমেটহীন বাইক চালকের হাতে গোলাপ দিয়ে মিষ্টিমুখ করানো হয়। হেলমেটহীন বাইক চালকের দলে ছিলেন বিভিন্ন বয়সের ব্যবসায়ী থেকে সরকারি কর্মচারী। প্রথমে পুলিস ওই হেলমেটহীন বাইক চালকদের আটকায়। এরপর তাঁদের গায়ে মাথায় হাত বুলিয়ে হাতে গোলাপ ধরায়। পরে তাঁদের মিষ্টিমুখও করানো হয়। তাতে বাইক আরোহীরা কিছুটা হলেও লজ্জায় পড়ে যান। খড়গ্রামের বিধায়ক আশিসবাবু বলেন, এদিন আমরা পুলিসকে সঙ্গে নিয়ে এভাবেই নেতাজির জন্মদিন পালন করেছি। এরকম বিশেষ এক দিনে বাইক চালকদের সর্তক করতে পেরে আমরা সকলেই গর্বিত। খড়গ্রাম থানার এক অফিসার বলেন, সম্প্রতি এই এলাকায় বাইক দুর্ঘটনা লেগেই রয়েছে। বারবার সতর্ক করেও কিছু করা যাচ্ছে না। তাই আমরা ভালোবেসে বাইক চালকদের সমস্যা বোঝানোর চেষ্টা চালিয়েছি।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা