বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

সমুদ্রগড়ে শুরু হল ১১তম বঙ্গভূমি উৎসব

সংবাদদাতা, কালনা: বৃহস্পতিবার নাদনঘাট থানার সমুদ্রগড়ে ১১তম বঙ্গভূমি উৎসবের সূচনা হল। এই উৎস঩ব চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। ছ’দিন ব্যাপী এই অনুষ্ঠানে থাকছে বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির, অঙ্কন প্রতিযোগিতা, বাউল গান, লীলাকীর্তন, যাত্রাপালা সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এলাকায় মেলাও বসেছে। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে উৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে বিডিও সঞ্জয় সেনাপতি ও নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ সহ অনেকে উপস্থিত ছিলেন।
এলাকার সাংস্কৃতিক বিকাশ ও মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকারবদ্ধ হয়ে নাদনঘাট থানার সমুদ্রগড় হাটসিমলা এলাকায় বঙ্গভূমি ওয়েলফেয়ার সোসাইটি গড়ে ওঠে। সেবার ব্রত নিয়ে প্রথম দিকে হাতেগোনা কয়েকজন মানুষ এগিয়ে এসেছিলেন। কিন্তু আজ বহু মানুষ বঙ্গভূমি ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত হয়েছেন। সোসাইটির সভ্যরা সারা বছরই নানা সামাজিক কাজকর্ম সহ মানুষের বিপদে আপদে তাদের পাশে থাকেন। মানুষের আবেগকে সম্মান জানিয়ে এক দশক আগে বঙ্গভূমি উৎসবের সূচনা হয়। স্থানীয় মানুষের সহযোগিতা এবং সোসাইটির সম্পাদক বিকাশ বসাক, সম্পাদক গৌরাঙ্গ বসাক ও অন্যান্য সদস্যদের ঐকান্তিক প্রয়াসে উৎসব এবারে ১১বছরে পা দিয়েছে। সোসাইটির লক্ষ্য, মানুষের পাশে থেকে তাদের সেবা করা। বঙ্গভূমি উৎসব তাই আজ এই এলাকার গর্ব হয়ে উঠেছে।বিকাশবাবু বলেন, এলাকার সুস্থ সংস্কৃতি প্রতিভার বিকাশ সহ সেবার ব্রতই হল আমাদের সঙ্কল্প। আর এই সঙ্কল্পকে পাথেয় করেই আমাদের এগিয়ে চলা। অসুস্থ মানুষকে হাসপাতালে পৌছে দেওয়া, অসহায় মানুষের পাশে থেকে তাঁদের সাহায্য করা সহ নানা বিষয়ে আমরা সকলের পাশে থাকি। একাজে আমাদের এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ সবসময় আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তার জন্য আমরা ওঁর কাছে কৃতজ্ঞ।-নিজস্ব চিত্র
14d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

অপ্রত্যাশিত ক্ষেত্র থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। কর্মস্থলে উপরওয়ালার আস্থা লাভে সক্ষম হবেন। ব্যবসায় উন্নতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা