বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

নেতাজি সুভাষচন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষ্যে সুনুড়ি বিবেকানন্দ সেবা সঙ্ঘের অনুষ্ঠান
 

সংবাদদাতা, রঘুনাথপুর: বৃহস্পতিবার ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে সাঁতুড়ি ব্লকের সুনুড়ি বিবেকানন্দ সেবা সঙ্ঘের তরফে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজির প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। নেতাজির জীবন ও আদর্শকে সামনে রেখে এলাকার কচিকাঁচাদের নিয়ে প্রভাতফেরি হয়। অনুষ্ঠানে ক্লাবের সম্পাদক মিঠুন রায়, সভাপতি কিশোর রায়, কোষাধ্যক্ষ কল্যাণ ধীবর প্রমুখ উপস্থিত ছিলেন।
ক্লাবের তরফে সারাদিন ধরে অঙ্কন, গ্রুপ ক্যুইজ, কবিতা আবৃত্তি, শঙ্খ ও নৃত্য প্রতিযোগিতা হয়। পাশাপাশি দেশাত্মবোধক গানে ও ভাষণে নেতাজিকে স্মরণ করা হয়। বহু মানুষ অনুষ্ঠানে শামিল হন। উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, নেতাজির জন্ম জয়ন্তী উপলক্ষ্যে ১২ বছর ধরে এলাকার সকলকে নিয়ে অনুষ্ঠান করা হচ্ছে। অন্যান্য বছর একদিনের অনুষ্ঠান করা হয়। এবার দু’দিন ধরে অনুষ্ঠান চলবে। প্রথম দিনের অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিযোগীদের দ্বিতীয় দিন পুরস্কৃত করা হবে। দ্বিতীয় দিন লোকশিক্ষার জন্য রাতে একটি সামাজিক যাত্রাপালার আয়োজন করা হয়েছে। কল্যাণবাবু বলেন, সারা দিন ধরে অনুষ্ঠান চলায় উৎসবের আমেজ তৈরি হয়েছিল। অনুষ্ঠানে সমস্ত সংস্কৃতিমনষ্ক মানুষ সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। • নিজস্ব চিত্র
 
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা