বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বাহাদুরপুর-২ নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর সমাপ্তি অনুষ্ঠান শুরু
 

সংবাদদাতা, কাঁথি: ভগবানপুর-২ ব্লকের বাহাদুরপুর ২নম্বর প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদ্‌যাপনের সমাপ্তি অনুষ্ঠান শুরু হচ্ছে আজ,  শুক্রবার। এই উপলক্ষে একগুচ্ছ অনুষ্ঠা঩নের আয়োজন করা হয়েছে। প্রত্যন্ত এই এলাকায় বিদ্যালয়ের উৎসবকে কেন্দ্র করে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, অভিভাবক তথা গ্রামবাসীরা উৎসাহ-উদ্দীপনায় মেতেছেন। অনুষ্ঠান স্মরণীয় ও বর্ণময় করে তুলতে সমস্ত আয়োজন করা হয়েছে। প্লাটিনাম জুবিলি সমাপন অনুষ্ঠান উদযাপন কমিটির সভাপতি নারায়ণ রায়, সম্পাদক তথা বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্গাশঙ্কর পাহাড়ী বলেন, আমরা অভিভাবক, শুভানুধ্যায়ী, শিক্ষানুরাগী থেকে শুরু করে সকলকে এই অনুষ্ঠানে শামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছি। 
সালটা ১৯৪৯। সারা দেশের সঙ্গে অবিভক্ত মেদিনীপুরও সদ্য স্বাধীনতার স্বাদ লাভ করেছে। ভূপতিনগর থানার(তৎকালীন ভগবানপুর থানা) বাহাদুরপুর গ্রামের পূর্বপাড়া এলাকায় কোনও প্রাথমিক বিদ্যালয় ছিল না। শিশু পড়ুয়াদের কর্দমাক্ত রাস্তায় দূরবর্তী বিদ্যালয়ে যেতে হতো। এলাকায় শিক্ষাবিস্তারে প্রয়াত লালমোহন সনবিঘ্নের তিন পুত্র গণেশ সনবিঘ্ন, কার্তিক সনবিঘ্ন ও নিরঞ্জন সনবিঘ্ন প্রাথমিক বিদ্যালয় গড়ে তুলতে উদ্যোগী হন। এগিয়ে আসেন আরও কয়েকজন শিক্ষানুরাগী। সেই জায়গার উপর ১৯৫০সালের জানুয়ারি মাসেই গড়ে ওঠে বাহাদুরপুর ২নম্বর প্রাথমিক বিদ্যালয়। প্লাটিনাম জুবিলি উপলক্ষ্যে নতুন করে সেজে উঠেছে বিদ্যালয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা ১২৪। প্রধান শিক্ষক সহ চারজন শিক্ষক-শিক্ষিকা রয়েছেন। প্রাক্তনীদের অনেকেই প্রতিষ্ঠিত। প্রাক্তনীদের মধ্যে বাহাদুরপুর দেশপ্রাণ বিদ্যানিকেতনের টিচার-ইনচার্জ নিতাইচরণ পাত্র রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি দিয়েছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি দান করেছেন প্রাক্তনী গৌরহরি পাত্র। এভাবে অনেক প্রাক্তনীই বিদ্যালয়ের উন্নতিতে সহযোগিতা করেছেন। 
স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, আজ পতাকা উত্তোলনের পর ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক সহ বহু মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য পদযাত্রা হবে। অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান। উপস্থিত থাকবেন বিশিষ্টরা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন, প্লাটিনাম জুবিলির স্মরণিকা প্রকাশ ও তোরণ উদ্বোধন হবে। রয়েছে প্রাক্তনীদের পুনর্মিলন অনুষ্ঠান। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে। শেষদিন শনিবার লালবাজার সাহিত্য পরিষদের পরিচালনায় সাহিত্যবাসর অনুষ্ঠিত হবে। পশ্চিমবঙ্গ বিজ্ঞানমঞ্চের পরিচালনায় ম্যাজিক-শো হবে। অভিজ্ঞ চিকিৎসকরা স্বাস্থ্য-সম্পর্কিত পরামর্শ দেবেন। প্রাক্তন ছাত্রছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি সহ বিশিষ্টরা। প্রাক্তন ছাত্ররা নাটক ‘বাবা বিভ্রাট’ ও প্রাক্তন ছাত্রীরা নাটক ‘এক পয়সার মা’ পরিবেশন করবেন।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা