বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

ঝগড়ার সময় স্ত্রীর পেটে ছুরি, ৭দিন পর মৃত্যু, গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: কলাপাতা কাটা নিয়ে বাড়িতে ঝামেলা। রাগের বশে স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করে স্বামী। তাতে সামান্য ক্ষতের সৃষ্টি হয়। হাসপাতালে না নিয়ে গিয়ে ঘরোয়া টোটকায় সেই ক্ষত সারানোর চেষ্টা করতে গিয়ে বিপত্তি। বুধবার রাতে আচমকা অচৈতন্য হয়ে পড়েন ওই বধূ। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বৃহস্পতিবার সকালে ঘটনাটি জানাজানি হতে তোলপাড় পড়ে শান্তিপুর পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর রেলগেট সংলগ্ন বানকপাড়া এলাকায়। লক্ষ্মী সর্দার নামে ওই বধূর বাপের বাড়ির লোকজন জামাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন শান্তিপুর থানায়। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েক বছর আগে বানকপাড়ার বাসিন্দা ভুবন সর্দারের সঙ্গে বিয়ে হয় দক্ষিণ ২৪ পরগনার জেলার মেয়ে লক্ষ্মীর। বিয়ের পর থেকে মাঝেমধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হতো। দিন সাতেক আগে বাড়ির ভিতর কলাগাছের পাতা কাটা নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। তখনই স্ত্রীর পেটে ছুরি দিয়ে আঘাত করে ভুবন। ক্ষতস্থান থেকে সামান্য রক্তপাত হয়। সেখানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। তার পর থেকে লক্ষ্মী মোটামুটি ঠিকই ছিল। বাড়ির স্বাভাবিক কাজকর্মও করতে শুরু করে। বুধবার রাতে হঠাৎই লক্ষ্মী অসুস্থ হয়ে পড়ে। তখনই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ততক্ষণে সব শেষ! বৃহস্পতিবার সকালে ভুবন শ্বশুরবাড়িতে ফোন করে জানায়, লক্ষ্মী খুবই অসুস্থ। হয়তো আর বাঁচবে না। তড়িঘড়ি বাপের বাড়ির লোকজন শান্তিপুরে এসে দেখতে পান মেয়ের মৃত্যু হয়েছে। ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। জামাই ভুবন এবং তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন শান্তিপুর থানায়।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা