বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

অভিযুক্তদের হাতকড়া পরাতে পুলিসকে ছাড়

নিজস্ব প্রতিনিধি, তমলুক: উত্তর দিনাজপুরে ফিল্মি কায়দায় পুলিসকে গুলি করে পালিয়েছিল খুনের মামলায় বিচারাধীন সাজ্জাক আলম। যদিও পালানোর তিনদিন পর পুলিসের এনকাউন্টারে খতম হয় সাজ্জাক। ওই ঘটনা থেকে শিক্ষা নিয়ে পূর্ব মেদিনীপুরে গ্রেপ্তারের সময় এবং কোর্টে যাতায়াতের সময় ধৃতকে হ্যান্ডকাফ পরানোর ছাড়পত্র দেওয়া হল। আগে হ্যান্ডকাফ ব্যবহারের উপর বিধিনিষেধ ছিল। কিন্তু, ২০২৪সালে জুলাই মাসে ফৌজদারি বিধি সংশোধনে পুলিসকে হ্যান্ডকাফ ব্যবহারের স্বাধীনতা দেওয়া হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা(বিএনএসএস) ৪৩(৩) ধারায় বলা হয়েছে, পুলিস অপরাধের প্রকৃতি ও ধরন পর্যালোচনা করে হ্যান্ডকাফ ব্যবহার করতে পারে। ওই ধারাকে পাথেয় করেই পূর্ব মেদিনীপুরের অধিকাংশ ক্ষেত্রে অভিযুক্তকে গ্রেপ্তার এবং কোর্টে পাঠানোর সময় হাতকড়া পরানোর উপর জোর দেওয়া হচ্ছে।
সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলা পুলিস সুপারের অফিস থেকে প্রতিটি থানায় মেসেজ পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, দৈনিক কতসংখ্যক অভিযুক্তকে গ্রেপ্তার ও কোর্টে পাঠানোর সময় হ্যান্ডকাফ পরানো হল, সেই বিষয়ে দৈনিক রিপোর্ট দিতে হবে। প্রতিদিন সকাল ১০টার মধ্যে ডিস্ট্রিক্ট ক্রাইম রিপোর্ট ব্রাঞ্চে(ডিসিআরবি) ওই রিপোর্ট দিতে হবে। ডিসিআরবি থেকে তা চলে যাবে স্টেট ক্রাইম রিপোর্ট ব্রাঞ্চে। একাধিক থানার পুলিস অফিসাররা বলছেন, অসুস্থ এবং বয়স্ক বাদ দিলে একচেটিয়া ক্ষেত্রে এবার হ্যান্ডকাফ ব্যবহার হবে।
একটা সময় ছিল হ্যান্ডকাফ ব্যবহার করলে পুলিসকে কৈফিয়ত দিতে হতো। কিন্তু, সময় বদলেছে। অপরাধীরা জেলে বসেই নানারকম ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ছে। হেফাজতে থাকাকালীন পালানোর ঘটনাও বাড়ছে। তাই আর কোনও ঝুঁকি নয়। তাছাড়া হ্যান্ডকাফ ব্যবহারে সুযোগ করে দিয়েছে বিএনএসএস ৪৩(৩) ধারা। ওই সুযোগকে পুরোমাত্রায় কাজে লাগাতে চাইছে পুলিস। উত্তর দিনাজপুরে গোয়ালপোখরে সাজ্জাকের পালানোর পরই রাজ্য পুলিসের ডিজি ভিডিও কনফারেন্স করে হ্যান্ডকাফ ব্যবহারের উপর জোর দেওয়ার নির্দেশ দেন। সেই নির্দেশের ফলে এবার একচেটিয়া ক্ষেত্রে অভিযুক্তদের গ্রেপ্তার ও কোর্টে নিয়ে যাতায়াতের সময় হ্যান্ডকাফ ফিরে আসতে চলেছে।
সাজ্জাকের পালানোর ঘটনার সঙ্গে অনেকেই ছ’বছর আগে কাঁথি আদালত চত্বর থেকে কর্ণের পালানোর ঘটনার মিল খুঁজছেন। পুলিস খুন, ডাকাতি, পেট্রল পাম্প লুটের মতো ঘটনায় তিনবার পুলিসকে বোকা বানিয়ে চম্পট দিয়েছিল কর্ণ। ২০১৮সালে ৪অক্টোবর একেবারে ফিল্মি কায়দায় বোমা মেরে, গুলি চালিয়ে সঙ্গীসাথীরা কর্ণকে নিয়ে চম্পট দিয়েছিল। তার আগে একবার সংশোধনাগার থেকে আরেকবার আদালত চত্বর থেকে চম্পট দিয়েছিল। যদিও শেষমেশ পুলিসের হাতে ধরা পড়ে। 
সাজ্জাক কিংবা কর্ণদের ঘটনায় পুলিসের মধ্যে অস্বস্তি বাড়ে। এধরনের ঘটনার পুনরাবৃত্তি আটকাতে হ্যান্ডকাফ ব্যবহারে জোর দেওয়া হচ্ছে। সেইসঙ্গে দৈনিক কতসংখ্যক হ্যান্ডকাফ ব্যবহার করা হল তার রিপোর্টও প্রতিদিন চাওয়া হল। পূর্ব মেদিনীপুর জেলায় মোট থানার সংখ্যা ২৮টি। তারমধ্যে দু’টি মহিলা থানা এবং চারটি কোস্টাল থানা রয়েছে। দৈনিক গড়ে ৪০থেকে ৬০জন গ্রেপ্তার হয়। তাদের তমলুক সিজেএম কোর্ট, কাঁথি ও হলদিয়া এসিজেএম কোর্টে নিয়ে যাওয়া হয়। এছাড়াও বিচারাধীন বন্দিদের মামলার দিন পড়লে আদালতে নিয়ে যাওয়া হয়। সবকটি ক্ষেত্রে এবার থেকে হাতকড়া ব্যবহারে ছাড়পত্র দেওয়া হয়েছে। সাজ্জাক, কর্ণদের মতো ঘটনা এড়াতে আপাতত পুলিসের দাওয়াই, হ্যান্ডকাফ।
জেলা পুলিসের এক অফিসার বলেন, অপরাধের গুরুত্ব এবং অপরাধীর কেস হিস্ট্রি বিবেচনা করে হ্যান্ডকাফ ব্যবহারের কথা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় বলা হয়েছে। সেটা কার্যকর করার জন্য প্রত্যেক থানায় মেসেজ পাঠানো হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা