বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
দক্ষিণবঙ্গ

বীরভূমে হবে ৩১৯৯টি দুয়ারে সরকার শিবির
 

সংবাদদাতা, সিউড়ি: গোটা রাজ্যের পাশাপাশি শুক্রবার নবম দফার দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হতে চলছে বীরভূম জেলায়। তারজন্য চূড়ান্ত প্রস্তুতিও ইতিমধ্যেই সম্পূর্ণ করেছে জেলা প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গতবার প্রায় ১৫দিন দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু এবার মাত্র নয়দিন রাখা হয়েছে শিবির। অর্থাৎ ২৪জানুয়ারি থেকে ১ফেব্রুয়ারি অবধি পুরসভা ও গ্রামাঞ্চলে এই শিবিরগুলি অনুষ্ঠিত হতে চলেছে। কম সময় হলেও গতবারের মতোই এবারও জেলাজুড়ে মোট তিন হাজার ১৯৯টি শিবির অনুষ্ঠিত হবে। শিবিরগুলি থেকে রাজ্য সরকারের ৩৩টি প্রকল্পের সুবিধা প্রদান করা হবে। তবে এবার কৃষক বন্ধু প্রকল্পের জন্যও এই শিবিরে আবেদন করতে পারবেন চাষিরা। পাশাপাশি শিবিরগুলিতে আগত মানুষরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করারও সুযোগ পাবেন। 
উল্লেখ্য, বিগত বছরে দুয়ারে সরকার শিবিরগুলিতে রাজ্য সরকারের লক্ষ্মীভাণ্ডার প্রকল্প দারুণভাবে সারা ফেলেছিল। এবারও লক্ষ্মীরভাণ্ডার, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সহ অন্যান্য সরকারি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন সাধারণ মানুষ। শিবির শেষ হওয়ার পরই আবেদনকারীদের ২ ফেব্রুয়ারি থেকে ২৮ফেব্রুয়ারির মধ্যে সুবিধা প্রদানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে রাজ্য।  
এই প্রসঙ্গে জেলাশাসক বিধান রায় বলেন, দুয়ারে সরকার শিবির করার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। 
গতবারের মতো এবারও শিবির সংখ্যা প্রায় একই থাকবে। তবে এবার দিনের সংখ্যা কিছুটা কম রয়েছে। সাধারণ মানুষকে বলব আপনারা এই শিবিরগুলিতে আসুন এবং সরকারি প্রকল্পের জন্য আবেদন করুন।  
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

মাতৃকুল থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ডাক্তার, আইনজীবী, প্রমুখের পেশার প্রসার, সুনাম ও উপার্জন বৃদ্ধির সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.০৭ টাকা
পাউন্ড১০৫.০৯ টাকা১০৮.০০ টাকা
ইউরো৮৮.৭০ টাকা৯১.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা