দক্ষিণবঙ্গ

পুঞ্চায় সরকারি জমিতে থাকা অবৈধ নির্মাণ ভাঙল বনদপ্তর

সংবাদদাতা, মানবাজার: বনদপ্তরের জমিতে বেআইনিভাবে চলছিল বাড়ি নির্মাণ। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে তদন্তে নামে বনদপ্তর। বাড়ির মালিককে নোটিস ধরিয়ে নির্মীয়মাণ অংশ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু, তা করা হয়নি। অবশেষ বুধবার সকালে অভিযান চালিয়ে সেই বাড়ি ভেঙে দিল বনদপ্তর। পুরুলিয়ার কংসাবতী উত্তর বনবিভাগের পুঞ্চা রেঞ্জের জামবাদ গ্রামের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, জামবাদ গ্রাম সংলগ্ন বনদপ্তরের বেশ কিছু জমি রয়েছে। আপাতত বনদপ্তরে ওই জমিগুলি ফাঁকা পড়ে রয়েছে। বসত বাড়ি লাগোয়া বনদপ্তরের সেই ফাঁকা জমিতে এক গ্রামবাসী বাড়ি তৈরি করছিলেন বলে অভিযোগ। তার জন্য ইট দিয়ে পাঁচিল তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে বনদপ্তরের তরফে ওই ব্যক্তিকে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। বনদপ্তরের তরফে এনিয়ে তাঁকে নোটিসও করা হয়। তা সত্ত্বেও ওই ব্যক্তি পাঁচিল ভাঙেননি। তাই এদিন সকালে পুঞ্চা বনবিভাগের কর্মীরা গিয়ে পাঁচিল ভেঙে দেয়। 
পুঞ্চা রেঞ্জ অফিসার প্রভাস হালদার বলেন, বনদপ্তরের জমিতে বেআইনিভাবে বাড়ি নির্মাণ করছিল এক গ্রামবাসী। তাকে জানানো সত্ত্বেও বাড়ি ভাঙেনি। তাই এদিন বনদপ্তরের তরফে ওই বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। বনদপ্তরের জমি যাতে কেউ দখল করতে না পারে, সেই দিকে কড়া নজর রয়েছে। এধরনের কাজ মানা হবে না। - নিজস্ব চিত্র
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা