দক্ষিণবঙ্গ

নবদ্বীপ শহরে অনুমোদন পাচ্ছে আরও ৩৫টি কমিটি

সংবাদদাতা, নবদ্বীপ: এবার নবদ্বীপ শহরের আরও ৩৫টি দুর্গাপুজো সরকারি অনুমোদন পেতে চলেছে। এলাকাবাসীর চাহিদা মেনে শহরের কোথাও ১০বছর, আবার কোথাও ৫-৬বছর ধরে দুর্গাপুজো হচ্ছে, এমন কমিটিকে অনুদান দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সরকারি বিধিনিষেধের কারণে সেসব পুজো এতদিন পুরসভার অনুমোদন পায়নি। এবার সেসব সহ দু’তিনটি এবছর থেকে চালু হতে চলা দুর্গাপুজো মিলিয়ে প্রায় ৩৫টি পুজোর অনুমোদন দেওয়া হবে। ইতিমধ্যেই আবেদনের ভিত্তিতে ১০টির বেশি পুজোর অনুমোদন পেয়ে গিয়েছেন উদ্যোক্তারা। অনলাইনে পুজোর অনুমতির জন্য আবেদন নেওয়া চলছে।
পুরসভার তরফে প্রতিটি বারোয়ারি পুজো কমিটির কাছে আবেদন করা হয়েছে, মানুষের অসুবিধা করে রাস্তাজুড়ে প্যান্ডেল যেন না করা হয়। মানুষের যাতায়াতে যাতে সমস্যা না হয়, সেদিকেও যেন লক্ষ্য রাখা হয়। কোনও যানবাহন-বিশেষত অ্যাম্বুলেন্স, দমকলের ইঞ্জিন বা প্রশাসনের গাড়ি যাতায়াতে যাতে অসুবিধা না হয়-সেবিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। রাস্তায় গর্ত করে প্যান্ডেল করা যাবে না। যে সমস্ত পুজো কমিটি রাস্তায় বাঁশের কাঠামো তৈরি করে বাণিজ্যিক বিজ্ঞাপনের তোরণ গড়বে, তাদের অবশ্যই পুরসভার অনুমতি নিতে হবে। বিজয়া দশমীর সকালে প্রতিমা বিসর্জনের যাতায়াতের রাস্তা থেকে বাঁশের তোরণ খুলে ফেলতে হবে। মণ্ডপের সামনে পুজো কমিটির নিজস্ব জায়গাতেও বাণিজ্যিক বিজ্ঞাপনের ব্যানার লাগানোর জন্য পুরসভার অনুমতি নিতে হবে। প্রতিমা নিরঞ্জনের সময় ফুল-বেলপাতা প্রভৃতি গঙ্গায় ফেলা যাবে না। রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। আবর্জনা পুরসভার ডাস্টবিনে ফেলতে হবে। নবদ্বীপের ৭ নম্বর ওয়ার্ডের প্রাচীন মায়াপুর-১ পঞ্চায়েতের হালদারপাড়া মহিলা পরিচালিত দুর্গোৎসব কমিটির সম্পাদিকা মুনমুন নন্দী বিশ্বাস বলেন, আমরা ২০১০ সাল থেকে পুজো করে আসছি। এবার আমাদের পুজোর অনুমোদন মিলল। এতে আমরা খুশি। নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা বলেন, অনেক কমিটিই বেশ কয়েকবছর ধরে পুজো করে আসছিলেন। কিন্তু এর আগে আবেদন করেও অনুমোদন পাননি। এবার পুরসভা থেকে তাঁদের পুজো অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব বারোয়ারি পুজো কমিটি বাণিজ্যিক বিজ্ঞাপনের অস্থায়ী তোরণ তৈরি করবে, তাদের পুরসভার অনুমতি নেওয়া বাধ্যতামূলক। পুরসভা প্রায় ১৩৭টি সিসি ক্যামেরা লাগিয়েছে। পুজো উদ্যোক্তাদেরও মণ্ডপে সিসি ক্যামেরা বসানো ও আগুন নেভানোর ব্যবস্থা করার আবেদন জানাব।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা