দক্ষিণবঙ্গ

সীমান্তে কড়া নিরাপত্তা, বিএসএফের মাইকিং

সংবাদদাতা, কৃষ্ণনগর: প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ অশান্ত। তার আঁচ যাতে এপারে না পড়ে তার জন্য সীমান্ত এলাকায় ব্যারিকেড করা থেকে মাইকিং করে প্রচার সহ একগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে বিএসএফ। গ্রামে মাইকিং করে বলা হচ্ছে, কোনও বাংলাদেশিকে যেন আশ্রয় না দেওয়া হয়। অবৈধ কাউকে মসজিদে যেন না থাকতে দেওয়া হয়। অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে  জানানোর কথাও বলা হচ্ছে। কাঁটাতারহীন এলাকায় এই রক্ষী বাড়ানোর পাশাপাশি কড়াকড়ি করা হচ্ছে। নদীয়ায় ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ ২২২ কিমি। এর মধ্যে ফেন্সিং রয়েছে ডাঙায় ১৯৪.৩ কিমি ও নদীতে মাত্র ৪ কিমি। নদী এলাকায় ১৩.৫ কিমি ও স্থল এলাকায় ১০.২ কিমি এলাকায় কোনও ফেন্সিং নেই। অর্থাৎ নদীয়ায় অরক্ষিত এলাকার দৈর্ঘ ২৩.৭ কিমি। কাঁটাতারহীন এলাকায় বিএসএফ ফেন্সিং দেওয়ার কাজে উদ্যোগী হয়েছে। তার জন্য জমি কেনার প্রক্রিয়াও শুরু হয়েছে। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। 
আগে এই নদীয়া জেলায় বাংলাদেশি জঙ্গিদের কার্যকলাপ ছিল। ২০১৪ সালে খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডে নিহত জেএমবি জঙ্গি শাকিল গাজি করিমপুরের বারবাকপুরের মেয়েকে বিয়ে করে সেখানে ঘাঁটি গেড়েছিল। ওই ঘটনায় অধরা করিমপুর ২ ব্লকের থানারপাড়া থানার গমাখালির জহিরুল শেখকে এনআইএ পরে ধরেছে। জহিরুলের মতো জেএমবির সঙ্গে যুক্ত থাকার অভিযোগে কালীগঞ্জ ব্লকের মির্জাপুরের গিয়াসুদ্দিন মুন্সীকেও এনআইএ ধরেছে। এদের মাধ্যমে অনেকের মগজধোলাই হয়েছে। এক সময় এর শিকড় ছড়িয়ে পড়েছিল। বছর চোদ্দ আগে সীমান্ত মুরুটিয়া থানার পাইকসা গ্রামে ‘মামা’ বলে পরিচিত কুখ্যাত জঙ্গি সুব্রত বাইন নৌকার ওপর ঘরবাড়ি করে থাকত। পরে তাকে বুদ্ধদেব ভট্টাচার্যের বাসস্থান কলকাতার পাম অ্যাভিনিউ থেকে ধরা হয়। তারপরও ফেন্সিংহীন ২৩.৭ কিমি এলাকায় কাঁটাতার বসেনি। তেহট্ট মহকুমার হোগলবেড়িয়া থানার পদ্মা নদীর ধারে কাছারিপাড়া, চেচানিয়া, মধুগারি, বাউসমারি সহ প্রায় সাত কিমি এলাকায় ফেন্সিং নেই। মুরুটিয়া থানার শিকারপুর, কুঠীরপাড়া নিয়ে প্রায় আড়াই কিমি এলাকা কাঁটাতারহীন। তেহট্ট মহকুমায় প্রায় ন’ কিমি এলাকা অরক্ষিত। ভীমপুর থানার রাঙিয়াপোতা, মহাখোলা নিয়ে প্রায় ছ’ সাড়ে কিমি, কৃষ্ণগঞ্জ থানা এলাকায় প্রায় আড়াই কিমি, হাঁসখালি থানা এলাকায় ৩.৭ কিমি এলাকায় নদীর ওপর কাঁটাতার নেই। ধানতলা থানা এলাকায় প্রায় সাড়ে পাঁচ কিমি ফেন্সিং নেই। এর বেশির ভাগটাই নদী। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে এ দেশের সীমান্ত পথ দিয়ে রোহিঙ্গা, জেএমবি সহ একাধিক সংগঠনের জঙ্গিদের অনুপ্রবেশ হতে পারে। পুলিসের কর্তারা এ নিয়ে বারবার জানিয়েছে, সীমান্তে ইনটেলিজেন্স কাজ করছে। ২০১৭ সালে স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিটিং হয় কাঁটাতার, জমি, অনুপ্রবেশ সহ একাধিক বিষয় নিয়ে। এরপরই  সীমান্তে জমি কেনার জন্য বিএসএফের নোটিস, দরদাম করা বা রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া। তবে বিভিন্ন কারণে তার গতি শ্লথ। তাই সীমান্ত এলাকায় আলাদা একটা চাপ থেকেই গিয়েছে। এই অরক্ষিত এলাকায় নিরাপত্তা দেওয়া সীমান্ত বাহিনীর কাছে চ্যালেঞ্জ। বিএসএফের ডিআইজি সঞ্জয় কুমার বলেন, এইসব এলাকায় আলাদা করে ব্যারিকেড  হয়েছে। গ্রামের লোকজনদের মধ্যে মাইকিং করা হচ্ছে, কোনও বাংলাদেশিকে যেন  আশ্রয় না দেওয়া হয়। যদি কেউ রাখে তাহলে তাকে ধরা হবে। তিনি আরও বলেন, ঘোষণা করা হয়েছে, অবৈধ কাউকে মসজিদে যেন না থাকতে দেওয়া হয়। আমরা গ্রামবাসীদের ব্যক্তিগত ভাবে বাংলাদেশি কাউকে না রাখার কথা জানিয়েছি।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বিদ্যায় অগ্রগতি ও নামী প্রতিষ্ঠানে বিদ্যা লাভের সুযোগ পেতে পারেন। ব্যবসায় শুভ ও আয় বৃদ্ধি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
21st     September,   2024
দিন পঞ্জিকা