আমরা মেয়েরা

কেটারিং সার্ভিস দিয়েই উদ্যোগপতি

জুন’স ক্যুইজিন কেটারিং সার্ভিস। দক্ষিণ কলকাতায় ইতিমধ্যেই বেশ পরিচিত নাম। বছরখানেকের কেটারিং ব্যবসা হলেও এর শুরুটা খুব পুষ্পখচিত ছিল না। সে গল্পই শোনাচ্ছিলেন প্রয়াসী গুহ চক্রবর্তী ওরফে জুন। কোভিডের ঠিক আগেই সংসারের প্রয়োজনে ছেড়েছেন স্থায়ী চাকরি। তবে বাড়িতে একা বসে থাকার মেয়ে নন তিনি। পরিস্থিতি সামাল দিয়ে পারিবারিক সমস্যা আয়ত্তে আনার পরেই ঠিক করেন এমন কিছু করবেন, যাতে নিজের সঙ্গে আরও কয়েকজনের আর্থিক সুরক্ষা এনে দিতে পারেন। টিনএজ বয়সেই হারিয়েছেন মাকে। তাই একটু বড় হওয়ার পর থেকে টুকটাক রান্নাবান্না করতে শুরু করেছিলেন। ধীরে ধীরে সেই রান্নায় হাত পেকেছে। রান্না ও খাওয়াদাওয়া নিয়ে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে। তাই পেশা হিসেবে 
ক্লাউড কিচেনকেই বেছে নিয়েছিলেন প্রয়াসী। 
তখন দেশ জুড়ে কোভিড। বাইরে বেরনো, বাইরের খাবার খাওয়া সবকিছুকেই মানুষ কেমন ভয়ের চোখে দেখতে বাধ্য হচ্ছে। এদিকে কোভিড আক্রান্ত হলে নিজে রান্নাবান্না করার ক্ষমতাও থাকছে না সিংহভাগ মানুষের। এই সময় নিজের ক্লাউড কিচেন থেকে অসংখ্য পরিবারে স্বাস্থ্যকর খাবারের পরিষেবা দিয়েছেন জুন। এমনকী, হাসপাতালে ভর্তি বহু রোগীর পরিজনেরাও কম তেল-মশলা অথবা তেলবিহীন রান্না নিয়েছেন জুনের ক্লাউড কিচেন থেকে। তখন লোকবল কম। একা হাতেই সামলাতে হতো সবটা। নিজেই গ্লাভস, মাস্ক ও প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বাজার-দোকান সেরেছেন। একা হাতে রান্না করেছেন সকলের খাবার। ধীরে ধীরে ছড়িয়েছে রান্নার সুখ্যাতি। স্বাস্থ্যকর উপায়ে খাবার তৈরির ইউএসপি দিয়েই তিনি জয় করেছেন মানুষের পাকস্থলী ও মন। একার হাতে যে কাজ শুরু করেছিলেন, এখন তাতে ১৫ জনের টিম। ক্লাউড কিচেন থেকে তা এখন পুরোদস্তুর কেটারিং সার্ভিস। গত এক বছরে প্রায় ১৪-১৫টি বড় অনুষ্ঠানে খাবারের দায়িত্ব পালন করেছে জুন’স ক্যুইজিন কেটারিং সার্ভিস। সরকারি নানা গেট টুগেদার, অনুষ্ঠানেও ডাক পেয়েছেন। এখনও দোকান বাজার থেকে খাবারের স্বাস্থ্যকর দিক, সবেতেই কড়া নজর রাখেন জুন। বাঙালির পকেটসই দামে ভালোমানের সুস্বাদু প্লেট তৈরি ও তা পরিবেশন করাই এই সংস্থার লক্ষ্য।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উপস্থিত বুদ্ধি ও প্রখর অনুমান ক্ষমতার গুণে কার্যোদ্ধার। ব্যবসা, বিদ্যা, দাম্পত্য ক্ষেত্রগুলি শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৩ টাকা৮৪.৮৭ টাকা
পাউন্ড১০৮.৩২ টাকা১১১.৮৭ টাকা
ইউরো৯১.২৫ টাকা৯৪.৪৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
5th     September,   2024
দিন পঞ্জিকা