বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

আশ্বাস মতো উত্তরবঙ্গ মেডিক্যালে বাড়তি ফোর্স মোতায়েন হয়নি, অভিযোগ সুপারের

সংবাদদাতা, শিলিগুড়ি: আর জি কর কাণ্ডের পর রাজ্যের সমস্ত মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা বৃদ্ধির বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছিল।  সেই মতো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার করতে পুলিস প্রশাসনের তরফে বাড়তি ফোর্স মোতায়েন ও টহলের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু এখন তা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন হাসপাতাল সুপার সঞ্জয় মল্লিক। ১৬  আগস্ট শিলিগুড়ি পুরসভায় এনিয়ে একটি প্রশাসনিক বৈঠকে হয়। দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল ও শিলিগুড়ির পুলিস কমিশনার সি সুধাকর উপস্থিত ছিলেন। সঞ্জয় মল্লিক বলেন, ওই বৈঠকে  উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর জন্য পুলিসের সংখ্যা ও টহল বাড়ানোর সিদ্ধান্ত হয়েছিল। তারপর গার্লস হস্টেলে নিরাপত্তার জন্য ১৫ জন মহিলা পুলিস দেওয়া হয়েছে। সেকারণে মহিলা পুলিস ২৪ ঘণ্টা ডিউটি করছেন। এছাড়া জরুরি বিভাগের সামনে দু’জন করে পুলিস পোস্টিং থাকছে। এর বাইরে অন্য যেসব জায়গায় পুলিস পোস্টিং ও নাইট পেট্রলিংয়ের কথা হয়েছিল তা নজরে আসছে না। হাসপাতাল সুপার আরও বলেন, আমাদের এখানে ৮০ জন বেসরকারি নিরাপত্তা কর্মী নেওয়ার অনুমোদন রয়েছে। এত বড় এলাকায় এই সামান্য ক’জন নিরাপত্তারক্ষী দিয়ে কাজ হয় না।  আমরা বাড়তি কর্মীর জন্য  অনুমোদন চেয়ে স্বাস্থ্যদপ্তরে আবেদন জানিয়েছি। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিসের ডিসি বিশ্বচাঁদ ঠাকুর বলেন, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিরাপত্তা জোরদার করার ব্যাপারে আমাদের তরফ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ করা হয়েছে। 
4Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

গৃহে শুভ অনুষ্ঠানের আয়োজন। সন্তানের আবদার মেটাতে অর্থব্যয় বাড়তে পারে। মনের অস্থিরতা-উত্তেজনা দমন করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.০৮ টাকা৮৭.১৭ টাকা
পাউন্ড১০৫.৪২ টাকা১০৮.৩৩ টাকা
ইউরো৮৮.৮৮ টাকা৯১.৫৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা