বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
উত্তরবঙ্গ

বাঁশঝাড়ে ছ’বছরের শিশুকে ধর্ষণ, গ্রেপ্তার ১৪ বছরের কিশোর

সংবাদদাতা, মাথাভাঙা: শিশু কন্যাকে ধর্ষণে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতকে এদিন কোচবিহার জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে। ঘটনার লিখিত অভিযোগ দায়েরের পর থেকে অভিযুক্তকে ধরতে তল্লাশি চালাচ্ছিল পুলিস। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। এই ধর্ষণের ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বর্তমানে সেই নির্যাতিতা  শিশু কন্যা মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
গত সোমবার ছ’বছরের শিশুকে ফুঁসলিয়ে বাঁশ ঝাড়ে নিয়ে যায় ১৪ বছরের এক কিশোর। অভিযোগ, সেখানে অভিযুক্ত শিশুটিকে ধর্ষণ করে। শিশুটির  মা তার মেয়েকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি শিশুটিকে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মঙ্গলবার এনিয়ে মাথাভাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতা শিশুর পরিবার। 
তাঁদের অভিযোগ, অভিযুক্ত কিশোরের পরিবার শিশুটির পরিবারকে থানায় অভিযোগ জানাতে বারণ করে। ভয় দেখায়। যদিও নির্যাতিতার পরিবার সেই ভয় ও বাধা উপেক্ষা করে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ পেয়েই তদন্ত শুরু করে পুলিস। অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়। একাধিক জায়গায় তল্লাশি চালিয়েও ওই কিশোরের খোঁজ মিলছিল না। এদিন সকালে অভিযুক্ত কিশোরকে ধরতে সক্ষম হয় মাথাভাঙা থানার পুলিস। অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে কোচবিহার জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে বলে পুলিস জানিয়েছে। এব্যাপারে মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা বলেন, নাবালিকাকে ধর্ষনের ঘটনায় লিখিত অভিযোগ জমা পড়ার পর আমরা তদন্ত শুরু করি। অভিযুক্ত পলাতক ছিল। বুধবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আজই ধৃতকে কোচবিহার জুভেনাইল কোর্টে পাঠানো হয়েছে।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

বাক্য ও ব্যবহারের রুক্ষতায় শত্রু বৃদ্ধির যোগ। হাতের গুরুত্বপূর্ণ কাজগুলি তাড়াতাড়ি করে  ফেলতে চেষ্টা করুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৫.৯৮ টাকা৮৭.৭২ টাকা
পাউন্ড১০৬.৪৭ টাকা১১০.২১ টাকা
ইউরো৮৮.৭৮ টাকা৯২.১৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা